My Town in 10 Pics || My Town Dottergon, Bangladesh || Perticiapate Open The World Contest by @open-theworld

in OPEN THE WORLD3 years ago (edited)

আসসালামু আলাইকুম


This is @omeresa

From:Bangladesh


🌄MY TOWN IN 10 PICTURES🌇


Photo -1 📷


1-no.jpg

  • দত্তের গাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এর ভালোবাসায় তাকিয়ে আছে শিক্ষার্থী ।

প্রথমেই শুরু করলাম আমাদের কেন্দ্রবিন্দু প্রিয় বিদ্যালয় দিয়ে, যদিও লকডাউনের কারনে বন্ধ আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান তবু এর মায়া এবং ভালোবাসা সকল শিক্ষার্থীদের বুকে। যা এই ছবিটি দেখলেই বুঝা যায় ।

What3words Location Code:
https://w3w.co/deviated.privations.reservations


Photo -2 📷


1620919682791.jpg

  • মাছিমপুর ইউনিয়ন পরিষদ

এই আমাদের ইউনিয়ন পরিষদ এবং বিচার কার্যালয়। এখানে সকল ধরনের সরকারি কাজ এবং যত ধরনের নাগরিক সাহায্য এখানেই পাওয়া যায়। যদিও তা সর্বোচ্চ দিক বিবেচনা এবং সত্যের জন্য নয়।

What3words Location Code:
https://w3w.co/overuse.goddess.mystify


Photo -3 📷


1620920902278.jpg

  • দত্তেরগাঁও বড়বাজার।

এটা হল দত্তেরগাঁও এর বড় একটি বাজার। এখানে সকালবেলা কাঁচা শাকসবজি এবং বিকেল বেলা শুকনো খাবার থেকে শুরু করে সকল ধরনের জীবন উপযোগী আসবাব পাওয়া যায়। এখান থেকে সকলে আমরা সাধারণত বাজার করে থাকি।


What3words Location Code:
https://w3w.co/magnetic.foxhole.wallowed


Photo -4 📷


1620922442508.jpg

  • একসাথে অনেকগুলো চায়ের দোকান।

বাজারের পাশেই একসাথে কিছু চায়ের দোকান দেখা যায়।
এটি দেখে বাজারের দোকানদারদের ভালোবাসা প্রকাশ পায়। তারা একসাথে আছে প্রথম মিলেমিশে তাই প্রমাণ মিলে এখান থেকে।


What3words Location Code:
https://w3w.co/parenthood.fundraisers.scattered


Photo -5 📷


1620919038695.jpg

  • মাল বহনকারী ট্রলি গাড়ি।

এ শহরে সকল ধরনের ভারি মাল বহন করতে সকল গাড়ি ব্যবহার করা হয়। গাড়ি গুলো একসাথে পানি দিয়ে পরিষ্কার করার জন্য রাখা হয়েছে।


What3words Location Code:
https://w3w.co/handset.clothed.congregation


Photo -6 📷


1620920612419.jpg

  • আছিয়া সিরাজ কমিউনিটি ক্লিনিক।

এটি এ শহরের মহিলাদের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য একটি বেসরকারি কমিউনিটি ক্লিনিক। এখানে নারীদের সকল প্রাথমিক চিকিৎসা এবং পরামর্শ দেয়া হয়।


What3words Location Code:
https://w3w.co/kerfuffle.spaceship.memorandum


Photo -7 📷


1620921386706.jpg

  • এটি এ শহরের আরেকটি বাজার এর পার্ট।

এখানে সকল ধরনের শাকসবজি, ফলমূল, শুকনো খাবার সবকিছুই পাওয়া যায়। এমনকি অনেকগুলো ওষুধের ফার্মেসি আছে। চুল কাটার সেলুন ,কাঠ কাটার মিল আছে। এখানে একজন ছাদে কৃষি কাজ করে।


What3words Location Code:
https://w3w.co/easy.understaffed.hitchhiked


Photo -8 📷


1620923129288.jpg

  • কৃষি গবেষণা অফিস ও কৃষি সাহায্য কেন্দ্র।

এখানে সরকারিভাবে কৃষকদের বিনামূল্যে সাহায্য করা হয়। ধান রুপন গাছ রোপন যত ধরনের ই-কৃষি সাহায্য আছে এখান থেকে পাওয়া যায়। শহরের উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখে।


What3words Location Code:
https://w3w.co/steadier.roosters.smitten


Photo -9 📷


1620922230666.jpg

  • খেলার মাঠ ডুবে আছে বৃষ্টির পানিতে।

এটা এ ছোট্ট শহরের খেলার একটি মাঠ, প্রচন্ড বৃষ্টি হওয়ায় পানিতে ডুবে গেছে। রুদ্র উঠলে শুকিয়ে যাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা বড় ড্রেন আছে।


What3words Location Code:
https://w3w.co/accredited.speaking.swooped


Photo -10 📷


1620910633508.jpg

  • শহরের বাজারের পাশের সুন্দর একটি পুকুর।

পুকুরটি অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এটা মাছ ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। এখানে অনেক ধরনের মাছ চাষ করা হয়।


What3words Location Code:
https://w3w.co/shudder.inundate.surrendered


🙂এই ছোট্ট শহরে দেখার মতো অনেক কিছুই আছে। সবকিছু একেবারে দেখানো সম্ভব নয়। তবুও চেষ্টা করেছি দশটি ছবির মাধ্যমে অল্প কিছু দেখাতে। ☺️

💗Thanks To All💗

Sort:  
 3 years ago 

Awesome photography

Beautiful town

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58397.49
ETH 2619.60
USDT 1.00
SBD 2.42