The Diary Game : (Better life)April - 18 | 04 | 2021 - Simple day by omer-esa
Today is Sunday
April 18, 2021
@omeresa from Bangladesh
The Diary Game :
ঘুম ভেঙেছিল আমার প্রিয় মায়ের ডাকে। তখন ভোর তিনটে বাজে ঘুমিয়ে ছিলাম অর্ধ মৃত্যুর ঘুমে।ঘুম থেকে উঠে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেছি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেসওয়াক করেছি। এতে অনেক উপকার রয়েছে যেমন জ্ঞান বাড়ে তেমনি মৃত্যুশয্যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক পাওয়া যায় এর মধ্যে 70 গুণ রয়েছে যা আমাদের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়।তারপর হাত মুখ ধুয়ে মায়ের আগে থেকেই তৈরি করা খাবার খেয়ে সেহেরী করা হলো। তারপর আল্লাহু আকবর ধ্বনি শুনে মসজিদের দিকে রওনা ।আল্লাহ তাআলা ফজরের নামাজ পড়ার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়েছি তারপর বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়েছে একেবারে সকাল আটটা পর্যন্ত।
যোহরের আযান আল্লাহু আকবারের ধনী আমায় ডেকে নিয়ে গেল তার ঘরের দিকে আমার জ্ঞান বুদ্ধি বা শক্তির জোরে নয় কিংবা টাকারও জোরে নয় আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন সেই কেবল ভালো কাজ করতে পারে নিশ্চয়ই নামাজ রোজা আল্লাহ তাআলার সকল হুকুম সর্বোচ্চ ভালো কাজ। নামাজ থেকে এসে কোরআনকে দেখার মত তৌফিক দিয়েছে আল্লাহ যদিও ভালোভাবে পড়তে জানি না কিন্তু একবার হলেও চুমু দিতে পেরেছি ।( আলহামদুলিল্লাহ) তারপর একটু বিনোদনের জন্য ফ্রী ফায়ার গেমটি খেলেছি যদিও সময় নষ্ট করা ভালো নয় তবুও অল্প সময়ের জন্য একটু আনন্দ। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়া আমি ঘুমের ঘরে কতইনা স্বপ্ন কল্পনা ।
আসরের নামাজের পর অল্প সময় হাঁটাহাঁটি করতে বের হয়েছি নিজের গ্রামে গ্রামের পাশে একটি ভুট্টা এর ক্ষেত্রে নতুন কিছু দেখতে পেলাম কতগুলো টিয়ে পাখি এসে ভুট্টার দানা গুলো খাচ্ছে দেখে আমার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তারপর যখন সন্ধ্যা ঘনিয়ে এলো এসেছে বাড়ির দিকে এবং মাগরিবের আযান শুনে মায়ের হাতে বানানো ইফতার করে আল্লাহর জন্য যে রোজা রেখেছি তা আল্লাহর হুকুমে ভেঙেছে।
এমনিভাবে আমি ছোট মানুষের দিনটি অনেক ভালোই কেটেছে। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাকে অল্প কথা লিখার তৌফিক দান করছেন এবং আপনাদের পড়ার তৌফিক দান করছে।
Thanks @steemcurator01 i hope you support me as soon as possible
Thanks @trafalgar i hope you check my post
Thanks all
Very special day @omer-esa
Jajahkallah and many many thanks
Nice you day activites.
Nice