কিংবদন্তীর এক মুক্তিযোদ্ধাsteemCreated with Sketch.

in OPEN THE WORLD3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা!

কেমন আছেন সবাই। আমি @mamunxxx 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি কিংবদন্তী মুক্তিযোদ্ধা বীর উত্তম খালেদ মোশারফ সম্পর্কে লিখবো।


1-15.pngsource

কিংবদন্তীর এক মুক্তিযোদ্ধা

চলে গেল ১ নভেম্বর.....কিংবদন্তী মুক্তিযোদ্ধা বীর উত্তম খালেদ মোশাররফের জন্মদিন....নিভৃতে। একটু দেরী হলেও ফিরে দেখছি ৭১এর অগ্নিঝরা দিনগুলোর যুদ্ধকথা...খালেদ মোশাররফের সাথে।
(যুদ্ধকথা নিয়ে আমার ধারাবাহিক 'একাত্তরের ছেঁড়াপাতা'র শুরুটা ছিল এমনই)।

মে মাসে কোন এক সময় আগরতলায় উপস্থিত হলাম আমরা,আমি আর খালাত ভাই মমতাজ।দু জনই ঢাকা ভার্সিটির ছাত্র।দুপুরে ড: সুজিত দে'র বাড়ীতে মেজর খালেদ মোশাররফের সাথে প্রথম সাক্ষাৎ।কাঠের চেয়ারে বসা,ঠোঁটের কোনায় আলতো করে ধরা ধূমায়িত জ্বলন্ত সিগারেট,ঋুজু দেহ,নেভি ব্লু ট্রাউজারের উপরে ঘীয়ে হয়ে যাওয়া সাদা ফুলহাতা সার্টের আস্তিন আধা গুটানো,বুকের একটা বোতাম খোলা।দৃঢ় চিবুক,চুলগুলো ব্যাকব্রাশ, ঘাড়ের উপর কিছুটা লম্বা। আরও উপস্থিত ছিলেন মেজর নুরুল ইসলাম শীশু ও ক্যা: সাহাবউদ্দীন (PIA)। এই সাক্ষাতের পূর্বাপর ঘটনাক্রম আরও নাটকীয় (পরবর্তিতে জানাব কখনও)। কেউ আমরা পূর্ব পরিচিত নই। নানা প্রশ্ন,কথপোকথন,জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চেয়ার থেকে উঠে দাড়িয়ে মে: খালেদ কঠিন স্বরে প্রশ্ন করলেন,
" Tell me why have you come here? "
আমরা দৃঢ় কন্ঠে বল্লাম,
" Sir, we want to fight for the country."
তীক্ষ্ন দৃষ্টি নিয়ে চোখে চোখ রেখে তিরিশ সেকেন্ড পর গম্ভীর কন্ঠে বল্লেন,
"But youngmen, in exchange I can give you only death. "
উৎসাহিত হলাম,বুক চিতিয়ে আমাদেরও তাৎক্ষনিক উত্তর
" Even then we want to fight for the motherland Sir.
My eldest brother,an Air Force pilot, died in an air crash a month back in Karachi,my mother has gone there to join his bereaved family. My eldest sister with her husband, an Army Major and doctor, is interned in Dhaka Cantt.They don't know we have joined the war.
We can't go back Sir."
তাঁর চোয়াল দৃঢ় হলো, ঘুরে দাঁড়িয়ে বল্লেন
" OK, go and get your things packed up quickly and get moving with me. "

ক্যা: সাহাব Toyota Jeepটা চালিয়ে শহরের অস্থায়ী আস্রয় শিবির কলেজ টিলায় আমাদের নিয়ে আসলেন।সাকুল্যে ছোট travel bagটা কাঁধে নিয়ে ফের Jeepএ চড়ে ড: সুজিতের বাড়ীতে।তখন পড়ন্ত বিকাল।

পৌঁছা মাত্র মেজর খালেদ সামনের সিটে ড্রাইভারের পাশে বসলেন, পিছে তার body guard আর আমরা দু’ জন। ঘাড় ফিরিয়ে একবার দেখলেন আমাদের,আর কোন কথা নয় চলার পথে! চলতে চলতে এক সময় সূর্য‍্য আস্তমিত হলো। ঘনায়মান অন্ধকারে পাহাড় জংগলের চড়াই উৎরাই পেরিয়ে জিপ ছুটছে।

নিকষ অন্ধকারে দীর্ঘ যাত্রার পর গভীর রাতে টিলা আর জঙ্গলের মাঝে সদ্য স্থাপিত মেলাঘর camp এ পৌঁছালাম অন্ধকারে। জংগলের ফাঁকে টিমটিম করে কিছু হারিকেন জ্বলছে এখানে ওখানে আর জোনাকীর ছোট ছোট আলোকমালা।রাতজাগা পাখীর একটানা ডাকে ছন্দ পতন দূরে শিয়ালের ডাক। সীমাহীন আকাশের গাঢ় চাঁদোয়ায় জ্বলছে হাজার তারাগুলো।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তীর্থপিঠ মেলাঘর....
HQ Sector 2.

উত্তেজনা আর ভোরের অপেক্ষায় কাটলো ঘুমহীন বাকি রাতটুকু ।

সামনে দুস্তর পারবার।


সকলকে ধন্যবাদ!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60111.17
ETH 2322.86
USDT 1.00
SBD 2.53