Some guidance for posting steemfoods Community #For Bangladeshi

in SteemFoods4 years ago

IMG_28022021_233124_(1280_x_750_pixel).jpg

আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি। এরই মধ্যে steemfoods কমিউনিটি বিভিন্ন দেশ থেকে moderator নির্বাচন করার মাধ্যমে প্রতিটি দেশ থেকে অংশগ্রহণকারী বাড়ানোর চিন্তা করছেন। দুঃখের বিষয় steemfoods কমিউনিটিতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা খুবই কম। এজন্য কিছুর কারণও রয়েছে বাংলাদেশিরা steemitfoods community কিধনের পোস্ট করবেন এ সম্পর্কে ভালোভাবে অবগত নয়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা কি ধরনের পোস্ট তৈরী করবেন।


আমরা প্রথমে steemfoods কমিউনিটি সম্পর্কে জেনে নিই।

  • স্টিম ফুড ফুড রিলেটেড একটি কমিউনিটি। যা আপনার নাম শুনলেই বুঝতে পারেন। এখানে আপনি বিভিন্ন ধরনের খাবার সম্পর্কে লিখতে পারবেন রেস্টুডেন্ট রিভিউ সম্পর্কে লিখতে পারবেন। এবং আপনার রান্না গুলো এখানে শেয়ার করতে পারবেন।

  • তাছাড়া steemfoods থেকে বিভিন্ন ধরনের কনটেস্টের আয়োজন করা হয় আপনারা এই প্রতিযোগিতায় গুলোতে অংশগ্রহণ করতে পারেন এবং সেই সম্পর্কে একটি পোস্ট তৈরী করতে পারেন।


এখন আমি আপনাদের বলব কি ধরনের পোষ্ট আপনার steemfoods করতে পারবেন

  • আপনি এখানে রান্নার রেসিপি শেয়ার করতে পারবেন।

  • আপনি এখানে রেস্টুডেন্ট রিভিউ এবং বিভিন্ন খাবার সম্পর্কে পোস্ট করতে পারবেন।

  • এছাড়া আপনি আপনার এলাকার বিভিন্ন ধরনের স্টেট ফুড সম্পর্কেও এখানে লিখতে পারবেন।

আপনি এখানে শুধু ফটো শেয়ার এর মাধ্যমে পোস্ট এর উন্নতি করতে পারবেন না। আপনাকে ফটোর সঙ্গে সঙ্গে ভালো মানের ডিসক্রিপশন যোগ করতে হবে। এক কথায় আপনাকে post টি ভাল মানের তৈরি করতে হবে।

রান্নার রেসিপির পোস্ট শেয়ার করছেন। সেগুল কিভাবে ভাল ভাবে উপস্থাপন করবেন সে সম্পর্কে বলব।
  • আপনি যখন post তৈরি করবেন । তখন আপনি রান্নার জন্য যে উপকরণগুলি ব্যবহার করতেন তার সঠিক পরিমাণ উল্লেখ করুন।
  • আপনি যেই ফটোগুলো তুলবেন অবশ্যই সেই ফটোগুলো পরিষ্কার হতে হবে।

  • আপনি সম্পূর্ণ রান্নাটি যেভাবে সম্পন্ন করলেন। সে সম্পর্কে আপনাকে ফটো অনুযায়ী ডিটেলস লিখতে।(আপনাকে এটি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে)

  • আপনার রান্নাটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে। অবশ্যই আপনি কি রান্না করেছেন তার সঙ্গে একটি সেলফি তুলতে হবে। এবং সেটি আপনাকে ভাগ করে নিতে হবে।

  • আপনার পোস্টগুলোতে #steemfoods-exclusive , #bangladesh এই ট্যাগ ব্যবহার করা উচিত এবং পোস্ট রিলেটেড অন্যান্য ট্যাগ।

তাছাড়া আপনারা এই পোস্টটি ফলো করতে পারেন কিভাবে আপনি রান্নার রেসিপি তৈরি করবেন


স্টিফফুডস সম্প্রদায়ের বিধিগুলি (নিয়ম গুলো অবশ্যই ফলো করা উচিত)

  • আপনি প্রস্তুত সামগ্রীতে থাকা ফটোগুলি অবশ্যই আপনার হতে হবে, কপিরাইটযুক্ত ফটোগুলি ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

  • চৌর্যবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ। চৌর্যবৃত্তির সমস্ত পোস্ট এবং পোস্ট নিঃশব্দ করা আছে ।

  • আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি সতর্কতা সত্ত্বেও কপিরাইটযুক্ত ফটোগুলি ব্যবহার এবং চুরি করা থাকলে আপনি স্টিফফুডস সম্প্রদায়টিতে নিঃশব্দ হবেন।

  • আপনার ডায়েরি গেম পোস্টগুলি স্টিফফুডস সম্প্রদায়ে ভাগ করবেন না।


আপনাকে অবশ্যই কমিউনিটি সকল গাইডলাইন সব সময় ফলো করতে হবে। আপনাকে steemfoods ভেরিফাইয়ের জন্য আবেদন করতে হবে। এবং আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই করতে হবে। কারণ অনেক steem ব্যবহারকারী দুই তিনটা করে অ্যাকাউন্ট পরিচালনা করছেন এটি খুবই দুঃখজনক।

যদি এখনো steemfoods ভেরিফাইয়ের জন্য আবেদন না করেন। আপনাকে এখনই আবেদন করা উচিত এবং আপনার একাউন্টি ভেরিফাই করে নিন।আপনি নিচের লিংকটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য আবেদন করতে পারবেন

এছাড়াও আপনারা জানেন @steemfoods কমিউনিটিতে @steemcurator01, @steemcurator02, @steemcurator06 এবং @booming দ্বারা ভালো মানের উৎসাহ প্রদান করা হচ্ছে। এজন্য স্টিম টিম ধন্যবাদের দাবিদার আমি তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ।

Quick Delegation Links:

50 SP | 100 SP | 250 SP | 500 SP

IMG_19122020_124606_(1280_x_30_pixel).jpg

Cc.@steemcurator01 , @steemcurator02 , @steemitblog

IMG_19122020_124606_(1280_x_30_pixel).jpg

Thanks everyone for reading this post.

See you soon.

Connect Me On:
Facebook | Twitter

IMG_19122020_124606_(1280_x_30_pixel).jpg

Sort:  

স্টিমফুড আমার প্রিয় একটি কমিউনিটি। এ কমিউটিতে বাংলাদেশী মডারেটর দেখতে পেরে খুব ভালো লাগলো ❤️

আমি এই কমিউনিটিতে নিয়মিত কোয়ালিটি পোস্ট করার চেস্টা করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কন্টেন্ট পোস্ট করার চেস্টা করবো

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60181.17
ETH 2419.82
USDT 1.00
SBD 2.44