Steemit Engagement Challenge (SEC)| S12W5- "My Skill Takes Me Up"

in Steem4Nigeria9 months ago
Red Black Digital Marketing Agency Instagram Post_20231005_160128_0000.png Edited by Canva

Hello Friends,
How are you, all of my honourable friends? Hope you are all fine and healthy. I am also fine by the grace of Almighty. Now, I will express my opinion about skill. I think we know that skill is most important part in our life. So, let's start the main topic.

In your opinion, what do you think a skill is?

training-2877134_1280.jpgsource

দক্ষতা বলতে আমি মনে করি কোনো কাজে আমার যে সৃজনশীলতা এবং যেখানে আমি আত্মনির্ভরশীল সেটাই আমার দক্ষতা।

আমাদের বাস্তব জীবনের জন্য দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আমাদের দক্ষতা কি এটা সম্পর্কে জানা উচিত। কারণ জন্ম থেকেই আমরা কোনো বিষয়ের সাথে পরিচিত থাকি না। আবার এই দক্ষতা একদিনে ও অর্জন করা সম্ভব না।

দক্ষতা আপনা আপনি আসে না এটা একজন মানুষের নিজের প্রচেষ্টা এবং তার পারিবারিক সমর্থনের উপর নির্ভর করে। আপনারা লক্ষ্য করলেই দেখবেন পরিবারের কিছু শিশু আছে, যারা হয়তোবা কলম ও বই কে বেশি প্রাধান্য দেয়। এটা ওই পরিবারে থাকা অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

কারণ একজন শিশু যেটা বেশি পছন্দ করে ছোটবেলা থেকে, তাকে সেদিকেই প্রভাবিত করানো উচিত।

অন্যদিকে আপনারা লক্ষ্য করবেন যে কিছু পরিবার তার সন্তানের ওপর পড়াশোনার একটা বিষয় চাপিয়ে দিয়ে থাকে। একটা সময় গিয়ে দেখা যায় ওই শিশু তার শিক্ষা ক্ষেত্রে এবং দক্ষতা অর্জন করার ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেনি। কারণ তার নিজে থেকেই কোনো আগ্রহই ছিল না ওই বিষয়টির প্রতি।

In your country, is a skill or skills needed for daily survival, or is not needed?

triangle-3125882_1280.jpgsource

অবশ্যই আমাদের দেশে বেঁচে থাকার জন্য দক্ষতা প্রয়োজন। একজন দক্ষ মানুষ নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন। একজন দক্ষ মানুষকে জীবন জীবিকা নির্বাহের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয় না।

উদাহরণস্বরূপ:- বলা যেতে পারে, বর্তমানে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। কারণ আমাদের দেশের শিক্ষিত যুব সমাজের মাঝে দক্ষতা নেই বললেই চলে। তবে হ্যাঁ ব্যতিক্রম ও আছে।

আমাদের দেশের কিছু নাগরিক আছে যারা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজেদেরকে কোনো না কোনো বিষয়ে দক্ষ করে গড়ে তুলেছেন। যার ফলে তাদেরকে আর অন্যের উপর নির্ভরশীল হতে হয় না।

এমনকি অনেকে দেখা যায় শিক্ষকতা যোগ্যতা অর্জন করার পরে কোনো ভালো চাকরিতে যোগদান করার পরেও দক্ষতার সাথে এসে দায়িত্ব পালন করতে পারছে না। কারণ তাদের উপর একটা সময় হয়তো ওই বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের বিষয়টি চাপিয়ে দেয়া হয়েছিল।

হয়তো পারিবারিক চাপে, বা শুধুমাত্র টাকা উপার্জনের উদ্দেশ্যেই সেই বিষয়ে দক্ষতা অর্জনের বিষয়টি মানুষকে দেখিয়েছেন। এমনকি তিনি শিক্ষাগত যোগ্যতার সনদ অর্জন ও করেছেন। অথচ যখনই বাস্তবে প্রয়োগের সময় এসেছে, তখন তার অদক্ষতা প্রকাশ পাচ্ছে।

Tell us some skills in your country that are so resourceful.

student-849825_1280.jpgsource

কম্পিউটার:-
আমাদের দেশের মধ্যে বর্তমান কম্পিউটার দক্ষতার বেশ মূল্যায়ন আছে। কারণ কম্পিউটারে দক্ষ ব্যক্তিদের অর্থ উপার্জনের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয় না।

এটা বাস্তব যে আমাদের জীবনকে পরিচালিত করার জন্য অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন। আমাদের প্রতিটা কাজের পিছনে একটাই উদ্দেশ্য থাকে যে সম্মান অর্জনের পাশাপাশি অর্থ উপার্জন।

তাছাড়া কম্পিউটার বিষয়ে যারা দক্ষ তাদের উপার্জনের একাধিক পথ উন্মুক্ত থাকে। কারণ অনলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথমেই কম্পিউটারের দক্ষতা প্রয়োজন।

কম্পিউটার সম্পর্কে আমার একটি ইতিবাচক ধারণা আছে। কারণ আমি দেখেছি অর্থ উপার্জনের জন্য অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে হয়। কিন্তু অনলাইনে সততার সাথে উপার্জন করা সম্ভব এবং এটার জন্য কম্পিউটারে দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ।

কৃষি:-
আমাদের দেশ কৃষি প্রধান দেশ তাই এটাকে ও আমরা দক্ষতার সাথে সামিল করতে পারি। কারণ কৃষক বাঁচলেই দেশের মানুষ বাঁচবে। আমাদের দেশে কিছু দক্ষ কৃষক আছে, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা সঠিকভাবে খাদ্য পাই।

যারা প্রকৃতপক্ষে কৃষি ক্ষেত্রে দক্ষ তারাও আত্মনির্ভরশীল। কারণ এখানে একজন কৃষকের থাকে স্বাধীনতা। সে নিজের মতো করে পরিশ্রম করে ফসল উৎপাদন করতে পারে জমি থেকে।

অবশ্যই একজন দক্ষ কৃষক কৃষি ক্ষেত্রে সম্পৃক্ত থেকেও নিজেকে সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

মাছ চাষ:
মাছ চাষের দক্ষতা একজন মাছ চাষীর জন্য অতীব জরুরী। আমাদের দেশের প্রচুর পরিমাণে চিংড়ি মাছ উৎপাদিত হয়। তাছাড়াও বর্তমান উন্নতি প্রযুক্তির ব্যবহার চলে এসেছে মাছ চাষে।

যার ফলে যথাযথভাবে দক্ষতা থাকলে স্বল্প জায়গার মধ্যেও লক্ষ টাকা উপার্জন করা সম্ভব।

What skill do you wish to learn and why do you want such a skill

computer-7347561_1280.jpgsource

অবশ্যই আমার প্রাধান্য থাকবে কম্পিউটারের ক্ষেত্রে। কারণ এখন উন্নত প্রযুক্তির যুগ, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটারের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে প্রতিষ্ঠিত করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে দক্ষতা থাকা।

অবশ্যই কম্পিউটারের দক্ষতা বলতে নির্দিষ্ট কিছু কাজ আগে নিজে থেকে তালিকাবদ্ধ করতে হবে। সেই কাজগুলো সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। কারণ একটা নতুন বিষয় আমাদের সামনে হঠাৎ করে চলে আসলেই আমাদের মধ্যে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়।

কম্পিউটার উন্নতি প্রযুক্তির এমন একটি ডিভাইস যেখানে রয়েছে আনলিমিটেড কাজের উৎস বা দক্ষতা অর্জনের সুযোগ। অবশ্যই নির্দিষ্ট কিছু নির্বাচন করতে হবে। কম্পিউটার ডিভাইসের কোন একটি কাজ সম্পর্কে যদি কোনো ব্যক্তির যোগ্যতা থাকে, তাহলে তিনি তার জীবিকা নির্বাহের জন্য সেটার উপর নির্ভর করতেই পারে।

কারণ:-
আমার কম্পিউটারে দক্ষতা অর্জনের ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে যথেষ্ট কারণ আছে। আমার দেশের পরিপ্রেক্ষিতে চাকরি পেতে যথেষ্ট বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। কিন্তু যদি কম্পিউটারে দক্ষতা থাকে, তাহলে নিজেকে স্বাধীন এবং আত্মনির্ভরশীল করা সম্ভব।

এবং আমার মনের ইচ্ছা এটাই যে আমি যদিও কোন চাকরিতে জয়েন করি, নির্দিষ্ট একটি সময় পর আমি সম্পূর্ণভাবে কম্পিউটার বা অনলাইনে নিজেকে সম্পৃক্ত করব। এবং এই সিদ্ধান্তটি আমি নিয়েছি steemit platform এ কাজ শুরু করার পর থেকেই।

@munaa, @noelisdc @enamul17 and @crismenia are invited by me.

Sort:  
Loading...

আপনি অনেক সুন্দর ভাবে দক্ষতা সম্পর্কে উপস্থাপন করেছেন। আপনি কম্পিউটার বিষয় দক্ষতা অর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অর্জন করেছেন। আমাদের দেশের অনেক মানুষ আছে লেখা পড়া জানে না কিন্তু দক্ষতা দিয়ে লক্ষ টাকা বেতন পাচ্ছে। আমার ফ্যাক্টরির প্রোডাকশন ফোরম্যান লেখা পড়া জানে না কিন্তু ১.৫ লক্ষ টাকা সেলারি পাচ্ছে। এটা একমাত্র দক্ষতার কারনেই। শুভকামনা রইলো আপনার লেখার জন্য।

 9 months ago 

একদমই সঠিক বলেছেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39