DIY: How to make

DIY: How to make
সত্যিকারের আঁকিয়ে বলতে যা বুঝায় তা আমি নই। তবুও @goodybest কে ধন্যবাদ এতোসুন্দর একটা প্রতিযোগীতার আয়োজন করার জন্যে।

IMG_20230417_193757.jpg

আমার ছবি আঁকার শখ ছেলে বেলা থেকেই। কেনো জানি ভালো হতো না। অনুশীলন প্রশিক্ষন দুটোরই অভাব ছিলো সব সময়।তবু রংপেন্সিল দিয়ে চেষ্টা করতাম।বয়স বাড়ার সাথে জীবিকার প্রয়োজনে সব শখের কাজ থেকে দুরে ছিলাম অনেক বছর। সত্যি বলতে আজ প্রায় বিশ বছর পর ছবি আঁকলাম। জানি খুব ভালো কিছু হয়নি তবু মনটা আনন্দিত।
বড় হয়ে যাওয়ার পর ছোটবেলার স্মৃতি খুবই নস্টালজিক করে রাখতো। আর কিছু প্রিয় গান। আজকের ছবিটা আমি একেছি অঞ্জন দত্ত নামক একজন গায়কের রংপেন্সিল গানটার আলোকে। গানটা আমার খুবই পছন্দের। আসলে বড় হয়ে যাওয়ার পর জীবনে সব আস্তে আস্তে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া জিনিস গুলো আসলে কোথায় যায় আমরা কেউ সঠিকভাবে বলতে পারি না। কেনো পারি না। অবশেষরূপে বয়স বাড়ে। আয়ু ফুরিয়ে যায়। সাদা শুভ্র শেষ কাপড় গায়ে জড়িয়ে আমরা পরপারে পাড়ি জমাই। জীবন আসলে কি? জীবন কয়েকটা রংপেন্সিলের আঁকা দাগ। একেকটা রং জীবনের এক একটা পর্ব।কখনো সবুজ যৌবন, কখনো ধূসর বৃদ্ধকাল। আর সবকয়টি রঙের সমষ্টি হলো শৈশব।সবচেয়ে মূল্যবান সময়। এর মাঝেই নিজের সব সৃষ্টি রেখে যেতে হয়।
হ্যা আমি মানি সবার মাঝেই কোনো না কোনো সৃষ্টিকরার গুন আছে। কেউ সেটা অলৌকিক ভাবে নিজের মাঝে আবিস্কার করে।কেউ চর্চা করে। কেউ বা জানতেও পারে না তার ভেতরে আসলে কতো বড় একটা গুণ ছিলো। আমার খুব বেশি গুণ নেই। আমি শিখি আমি চেষ্টা করি আমি ধারন করি এটুকুই বলতে পারি।আজ এই প্রতিযোগীতায় আমার এটুকুই ভালো লেগেছে যে ফলাফল যাই হোক একজন মানুষের ভেতরের সৃজনশীলতা আয়োজক বের করে আনার চেষ্টা করেছেন। নিজেকে জানতে চিনতো নিজের ক্ষমতা বুঝতে তিনি সহযোগীতা করছেন। এজন্যে তাকে সাধুবাদ জানাই। পাশাপাশি নিচে আমার প্রায় ব্যর্থ প্রচেষ্টা আপনাদের সামনে পেশ করছি।

জিনিসপত্র:
১. কাগজ
২.সাধারনপেন্সিল
৩. কলম - কালো কালি, লাল কালি
৪. তুলি
৫. অয়েল পেষ্টেল রং
৬. এক্রিলিকরং
৭. তুলি।

IMG_20230417_184638.jpg

IMG_20230417_185106.jpg

IMG_20230417_185513.jpg

IMG_20230417_190544.jpg

IMG_20230417_191045.jpg

IMG_20230417_191812.jpg

IMG_20230417_192450.jpg

IMG_20230417_193757.jpg

IMG_20230417_200550.jpg

ছিল সবুজ রঙের আকাশ আমার এক
ছিল হলুদ রঙের কত গাঙচিল
ছিল নীল রঙের কোকিল, লাল রঙের কাক
গেল কোথায়, গেল কোথায় পেনসিল
রঙ পেনসিল
ছিল হিজিবিজি আঁকার একটা খাতা
ছিল পালিয়ে যাবার রাস্তা পাতায় পাতায়
খুলে যেত মনের মাথার যাবতীয় খিল
আমার ছেলেবেলার রঙ পেনসিল
আজ সবই ক্রমশই ঘোলাটে
আজ যায় না দেওয়া ইচ্ছে মতো রঙ
আমার সত্যি কথার যন্ত্রণার জগতে
নেই মিথ্যে তুলে দেবার পেনসিল
রঙ পেনসিল
তবু যখন হয়ে যাবে সব সাদা
সাদা চাদর, সাদা ফুল, সাদা খই
তখন অন্য কোনো ঘরে, অন্য পাড়ায়
জানি আছে কারও হাতে রঙ পেনসিল
-অঞ্জন দত্ত

আমার লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ!

আমি আমন্ত্রন জানাচ্ছি @promah &@mayepariata @shuvra কে অংশগ্রহন করার জন্য।

Green Simple Nature YouTube Video Ad (2).gif
Made by canva


--- @aparajitoalamin

Sort:  

Thanks a lot, bro. I will try my level best.
Your art work is really great and the effort you had done is really great. Keep doing the good work.

 2 years ago 
Thank you, @aparajitoalamin for participating in the contest in the Steem4Nigeria community today. I have accessed your article and I've present the result of the assessment below.

CriteriaRemark
Verified user
#steemexclusive
Free of Plagiarism
#Clubclub75
Bot free
Voting CSI15.3 ( 0.00 % self, 86 upvotes, 65 accounts, last 7d )
AI Content Generated free
Grade8.5/10

Reviews: I like your drawings, even after 20yrs? I mean Steemit is a platform that will help you to go back to your lost hobbies. Thank you so much for sharing with us we appreciate your effort 💕

Don't forget to always split your paragraphs to make your post more readable!


ধন্যবাদ।আসলেই কুড়িটা বছর জীবন থেকে হারিয়ে গেছে।আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার হারানো দিন গুলোর স্মৃতি ফিরিয়ে দিয়েছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26