হলুদ গোলাপ ফুলের ফটোগ্রাফি ||

in Beauty of Creativity3 years ago

1666614185777.jpg

device : Redme note 9

লোকেশন

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর হলুদ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

গোলাপ আমাদের সবারই পরিচিত একজন ফুল। ফুলের রানী গোলাপকে বলা হয়ে থাকে। কারণ আসলে গোলাপ ফুলের রানী। গোলাপ ছাড়া ভালো কোন কাজেই করা হয় না। যেমন যে কোন অনুষ্ঠানে গোলাপ ফুল ব্যবহার করা লাগে। যেন গোলাপ ছাড়া কোন অনুষ্ঠানে হয় না। এছাড়াও হলুদ কালারের গোলাপ সচরাচর সব জায়গায় দেখা যায় না। আমি যখন এই গোলাপের ফটোগ্রাফি করেছি তখন আমার ভীষণ ভালো লেগেছে। হলুদ কালারের গোলাপ সবারই খুব পছন্দের হয়ে থাকে। কারণ হলুদ কালারের যত গোলাপ বন্ধুত্বের প্রতীক। এছাড়াও ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপকে বলা হয়।

কিছুদিন আগে আমি আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম। সেখান থেকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। তাদের বাসার পাশে অনেক বড় একটি বাড়ি রয়েছে। সে বাড়ির সামনে এই ফুল গাছগুলো ছিল। সেখান থেকে আমি গোলাপের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

1666614185669.jpg

1666614185838.jpg

1666614185510.jpg

1666614185611.jpg

1666614185732.jpg

1666614185777.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

ধন্যবাদ সবাইকে

IMG-20220603-WA0000.jpg

IMG-20220731-WA0000.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

হলুদ গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।আপনার ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হলুদ গোলাপ দেখতে ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

Wow very beautiful flowers i like these flowers thanks for sharing us

 3 years ago 

যেকোন ধরনের গোলাপ ফুল বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111286.81
ETH 4298.69
SBD 0.83