আর্ট :- একটি সুন্দর দৃশ্য পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করব আপনাদের সাথে। আমি আসলে বিভিন্ন ধরনের আর্ট গুলো করতে খুবই পছন্দ করি। তবে ইতিমধ্যে সময়ের জন্য খুব একটা আর্ট করা হয় না। তারপরেও ভেবেছি আপনাদের মাঝে সময় করে আর্ট শেয়ার করার চেষ্টা করব। এইজন্য আমি নতুন একটা আর্ট করেছি। আমি সব সময় কালারফুল আর্ট গুলো করতে পছন্দ করি। কারণ এই ধরনের আর্ট গুলো দেখতেও খুবই ভালো লাগে। আর আমি নিজেও আর্ট গুলো করতে খুবই পছন্দ করি। আজকের আর্টের মধ্যে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আশা করি আমার আজকে আর্ট আপনাদের ভালো লাগবে। আজকের এই আর্টে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• আঁকার বই
• রং কলম
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর উপরের অংশে নীল রং দিয়ে রং করে নিলাম।
নিচের অংশে সাদা রং দিয়ে রং করে নিলাম। পুরো অংশটা মিশিয়ে নিলাম।
এরপরে নিচের অংশ দুইটা গাছের ডাল পালা এঁকে নিলাম।
এরপরে আমি উপরের দুই দিক থেকে দুই পাশে ফোন করে ডালপালা এঁকে নিলাম।
এরপরে আমি মাঝখানের অংশে একটা দোলনা দিয়ে দোলনার মাঝখানে একটা মেয়ে এঁকে নিলাম।
এরপরে আমি গাছের মধ্যে কতগুলো গোলাপী কালারের পাতা দিয়ে দিলাম।
এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1804715138123276696?t=VFVCUTmjSfLGtVn92auoyg&s=19
আপনার করা প্রতিনিয়ত সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাগ করে নেওয়ার জন্য।
You have painted a very beautiful scene which I like very much. Thanks for sharing this beautiful painting
আজকে আপনি অনেক সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এ ধরনের পেইন্টিং গুলো বারবার দেখতে মন চায়।