ফটোগ্রাফি : কবুতরের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।আজকে আমি কবুতরের ফটোগ্রাফি করেছি। কবুতর একটি শান্ত জাতীয় পাখি। কবুতর পছন্দ করে না অনেক কম মানুষ আছে। আমার কাছে কবুতর অনেক ভালো লাগে। আমাদের গ্রামে কবুতর পালন করেনা অনেক কম মানুষ আছে। আমার কাছেও কবুতর পালন করতে অনেক ভালো লাগে। কিন্তু আমি যখন কবুতর পালন করতে যায় তখন বেশিরভাগ কবুতর মারা যায়। তাই আমার কাছে কবুতর পালন করতে ভালো লাগেনা। কিন্তু কবুতর অনেক ভালো লাগে। এই কবুতর যখন আমাদের বাড়িতে গিয়েছিলাম,তখন আমাদের বাড়ির এক ছাদের উপর গিয়েছিলাম। তখন দেখছিলাম ছাদের উপর অনেকগুলা কবুতরের বাসা ছিল। তখন দেখি বাসার পাশে অনেকগুলা কবুতর ছিল। তখন আমি কবুতর গুলা দেখার সাথে সাথে ফটোগ্রাফি করি। আশা করি আপনাদের কাছে এই কবুতরের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগবে। ধন্যবাদ
device : Redme note 9
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | বাংলাদেশ |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://twitter.com/TASonya5/status/1772871982008156350?t=53Rd9olyM_Y_4Ua_g9Quvg&s=19
This bird is a dove and is also one of my favorite birds.
I sometimes do pigeon photography and pigeon is a symbol of peace. I like very much to do pigeon photography. You have done a very good photography. best wishes for you.
আপনার মত আমারও একই রকম সমস্যা আপু। আমিও কবুতর অনেক পছন্দ করি। তাই শখ করে অনেক দামী দামী কিছু কবুতর আমি সংগ্রহ করেছিলাম। কিন্তু সেই কবুতর গুলাকে আমি বাঁচাতে পারেনি। তারা বেশ কয়েকবার বাচ্চা দিয়েছিল সেই বাচ্চা গুলা মারা গিয়েছিল। গত শীতের ভেতর আমার সব কবুতর মারা গেছে। আপনার কবুতর গুলা দেখতে বেশ চমৎকার লাগলো আপু।
A good picture of the bird and I like the beak mouth and color and I like the beak mouth and color of the bird.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.