ফটোগ্রাফি : লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativity2 months ago

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

আজকে আমি লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি করেছি। লজ্জাবতী গাছ টি চিনে না এরকম কম মানুষ আছে। আমরা ছোটবেলায় লজ্জাবতী গাছ নিয়ে অনেক খেলা করতাম। কারণ গাছটির পাতা ধরলে পাতাগুলো বন্ধ হয়ে যায়। সেটা দেখে ছোটবেলায় অনেক মজা পেতাম। কিন্তু দুঃখের ব্যাপার হলো লজ্জাবতী গাছ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো বেশিরভাগ রাস্তার ধারে দেখা যায়। কিন্তু এখন রাস্তা করার কারণে গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখনকার ছোট ছেলে মেয়ে লজ্জাবতী গাছ চিনতে পারবে না। কারণ এগুলা এখন একদম দেখা যায় না। এগুলা যদি অনেকগুলা একসাথে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। লজ্জাবতীর ফুল দেখতে অনেক বেশি সুন্দর। আমি ফুলটি প্রথম দেখায় অনেক পছন্দ করে ফেলি। কারণ ফুলটি দেখতে অনেক বেশী সুন্দর। আশা করি আপনাদের কাছে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে,ধন্যবাদ সবাইকে।

20240325_103855.jpg

20240325_103903.jpg

20240325_103900.jpg

20240325_103851.jpg

20240325_103841.jpg

device : Redme note 9
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 months ago 

লজ্জাবতী ফুল দেখতে খুব ভালো লাগে আপু। অনেকদিন দেখি না কিন্তু আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 62835.39
ETH 3401.78
USDT 1.00
SBD 2.39