চারা গাছ লাগানোর আর্ট

in Beauty of Creativitylast year (edited)

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আর্ট। আর্ট করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এইজন্য আর্ট করতেও পছন্দ করি। আজকে আমি চারাগাছ লাগানোর একটা দৃশ্য আঁকার চেষ্টা করেছি। আসলে আমরা অনেকেই গর্ত করে চারা গাছ লাগিয়ে থাকি। এই দৃশ্যটা আঁকলে কি রকম লাগবে দেখতে? এটা জানার জন্য আঁকার চেষ্টা করলাম। এমনিতে আমরা বিভিন্ন রকমের গাছপালা লাগিয়ে থাকি। কিছুদিন আগে আমি এরকম একটা দৃশ্য দেখেছিলাম তাই ওই দৃশ্যটার হুবহু আঁকার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের লাগবে।

CamScanner 04-16-2023 12.35_1.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• পেন্সিল
• রাবার
• কাটার
• পানি

IMG_20230416_113635.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর আমি খুব সুন্দর ভাবে একটা হাত এঁকে নিলাম।

IMG_20230418_160523.jpg

ধাপ - ২ :

এরপরে অপর পাশে আরেকটি হাত এঁকে নিলাম খুব সুন্দর ভাবে।

IMG_20230418_160539.jpg

ধাপ - ৩ :

এরপরে হাত দুইটা মাঝখানের অংশে একটা গাছের মতো এঁকে নিলাম।

IMG_20230416_122915.jpg

ধাপ - ৪ :

এরপরের নিচের অংশে চারা গাছের পুরো অংশটা এঁকে নিলাম।

IMG_20230418_160553.jpg

ধাপ - ৫ :

এরপরে হাতের আরেক পাশে চিকন চিকন করে পেন্সিল দিয়ে মাটির মতো এঁকে নিলাম।

IMG_20230418_160605.jpg

ধাপ - ৬ :

এরপর আরেক পাশে মাটির অংশগুলো পুরোটা এঁকে নিলাম।

IMG_20230418_160618.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20230416_123443.jpg

CamScanner 04-16-2023 12.35_1.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74