চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativity2 years ago

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

আমাদের সবারই খুবই পছন্দের একটি ফুল হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুল কমবেশি সবাই পছন্দ করে। চন্দ্রমল্লিকা ফুল দেখলেই আমার মনটা একেবারে ভরে যায়। আসলে ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমার কাছে সব রকমের ফুলই ভীষণ ভালো লাগে। চন্দ্রমল্লিকা ফুলের বেশ কয়েক রকমের জাত রয়েছে। যেগুলোর বিভিন্ন রকম কালার হয়ে থাকে। আমার কাছে সব কালারই ভীষণ ভালো লাগে। এই চন্দ্রমল্লিকা ফুলটির কালার বলতে গেলে এক কথায় অসাধারণ। ভীষণ ভালো লেগেছিল চন্দ্রমল্লিকা ফুলটির কালার।

এই ফুলের ফটোগ্রাফি আমি একটি নার্সারি থেকে করেছিলাম যেখানে বিভিন্ন রকম ফুল ছিল। সেখানে এই কালারের চন্দ্রমল্লিকা ফুল দেখে একটু বেশি ভালো লেগেছিল। ভীষণ ভালো লেগেছিল বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা ফুল গাছ দেখে। এই চন্দ্রমল্লিকা ফুলের কালার দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। তাই সাথে সাথে ফটোগ্রাফি না করে আর পারলাম না। আসলে আমি ফটোগ্রাফি করতে একটু বেশি পছন্দ করি। তাই যা আমার কাছে ভীষণ ভালো লাগে সাথে সাথে তার ফটোগ্রাফি করে ফেলি। ফটোগ্রাফি করার পর এই চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়েছে। আমি যখন এই ফুলটির ফটোগ্রাফি করছিলাম তখন অন্যরকম একটা আনন্দ হচ্ছিল। ফটোগ্রাফি করার মুহূর্তটি সত্যি খুবই আনন্দের হয়।

IMG_20230119_151853.jpg

device : Redme note 9
লোকেশন

IMG_20230119_151928.jpg

IMG_20230119_151925.jpg

IMG_20230119_151922.jpg

IMG_20230119_151920.jpg

IMG_20230119_151902.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুলগুলো এক কথায় বলতে গেলে অসাধারণ। অনেক ভালো লাগে এ ধরনের কিছু ফুল। ধন্যবাদ আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92172.98
ETH 3200.71
USDT 1.00
SBD 7.69