ফটোগ্রাফি : সাদা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।কাঠগোলাপ ফুলের খুব চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি করেছি আজ। সাদা কালারের যে কোন ফুলে আমার খুবই পছন্দের। যার কারণে আমি সব সময় চেষ্টা করি সাদা কালারের ফুলের ফটোগ্রাফি করার জন্য। সাদা কালারের যে কোন ফুলি হলে আমার ফটোগ্রাফি করতে খুব ইচ্ছে করে। আমার কাছে খুব ভালো লাগে যখন সুন্দর কোন ফুল আপনাদের মাঝে শেয়ার করতে পারি। কিছুদিন আগে ফুলের ফটোগ্রাফি করার জন্য আমি এবং আমার হাজব্যান্ড এ গিয়েছিলাম একটি নার্সারিতে। নার্সারিতে গেলে সব সময় খুব চমৎকার চমৎকার ফুল দেখা যায় যা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। যার কারণে আজ আমি খুব চমৎকার এই কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছে। আমি আশা করি আপনাদের সবার কাছে আজকের এই চমৎকার কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লাগবে।
device : Redme note 9
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | বাংলাদেশ |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/TASonya5/status/1865598927480987726?t=22RFkm4LWCEScb5TqK0aXA&s=19
বাহ সাদা কাট গোলাপ ফুলের চমৎকার ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। যা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম আমি। মোহাম্মদ শেয়ার করার জন্য।
আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন সত্যি দারুণ।
সাদা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। দেখে ভালো লাগলো। অসাধারণ ছিল আজকের ফটোগ্রাফি।
আমি কাঠগোলাপ ফুলের নাম শুনেছি। তবে এই ফুল আমি আগে কখনো দেখিনি। বেশ কিছুদিন পূর্বে পিংক কালারের কার্ড গোলাপের ফটোগ্রাফি দেখেছে এবং আজকে সাদা কালারের ফটোগ্রাফি দেখলাম। ধন্যবাদ আমাদের মাঝে চমৎকার ফটোগ্রাফি গুলো ভাগ করার জন্য।
ওয়াও খুব দারুন ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি পোস্ট দেখলে আমার খুব ভালো লাগে। এজন্য আমি মনোযোগ দিয়ে ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি
Very beautiful white flowers
Seeing this photograph of yours made me feel better. I wish you good health so that you can gift us such beautiful photography from time to time.