ডাই :- ক্লে দিয়ে পুতুলের ড্রেস ডিজাইন।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ডাই শেয়ার করব আপনাদের সাথে। আমি আসলে বিভিন্ন ধরনের ডাই গুলো করতে খুবই পছন্দ করি। তবে ইতিমধ্যে সময়ের জন্য খুব একটা ডাই করা হয় না। তারপরেও ভেবেছি আপনাদের মাঝে সময় করে ডাই শেয়ার করার চেষ্টা করব। এইজন্য আমি নতুন একটা ডাই করেছি। আমি সব সময় কালারফুল ডাই গুলো করতে পছন্দ করি। কারণ এই ধরনের ডাই গুলো দেখতেও খুবই ভালো লাগে। আর আমি নিজেও ডাই গুলো করতে খুবই পছন্দ করি। আজকের ডাই মধ্যে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আশা করি আমার আজকে ডাই আপনাদের ভালো লাগবে। আজকের এই ডাই আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই আপনাদের ভালো লাগবে।
উপকরণ
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
আঁকার বিবরণ :
প্রথমে আমি একটি ক্লে নিলাম। এরপর আমি একটু পাতলা করে পুতুলের গায়ে খুব সুন্দর ভাবে বসিয়ে দিলাম।
এরপরে আমি নিচের অংশে একটু গোল রাউন্ড করে জামার মত করে বসিয়ে দিলাম।
এরপর এর উপরে হালকা চিকন করে লাল কালারের ডিজাইন দিয়ে দিলাম।
এভাবে আমি নিচের অংশেও কিছুটা লাল রংয়ের ডিজাইন দিয়ে দিলাম।
এভাবে আমি নিচের অংশের ডিজাইন গুলো দেওয়া শেষ করি
এরপর আমি কোমরের অংশে একটা ফুলের ডিজাইন দিয়ে দিলাম।
এভাবে আমি পুরো ডাই তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1798919442669408528?t=rg5YGbHYAv9kMJOgDnX_HQ&s=19
Beautiful little doll photography
Hola amiga
Me encantó la muñequita muy bien elaborado tienes una gran creatividad
Wow very beautiful dress design
Wow what a nice design you made with clay. Looks very nice.