Try to adapt to the current weather. 10 benefits @beautycreativity
hello , #beautycreativity
আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভাল আছি। যদিও বেশ কিছুদিন যাবৎ আমার পারিবারিক সমস্যা থাকার কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করছি আগামী দিনগুলো থেকে আমি আমার কাঙ্খিত মাত্রায় আবার কাজ চালিয়ে যেতে পারবো এবং আপনাদের সামনে ভালো কমিউনিকেশন এবং পূর্বের মত অবস্থানে ফিরে আসতে সক্ষম হব। সে ক্ষেত্রে আপনাদের দোয়া ভালোবাসা প্রয়োজন।
আমি আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিষয় সম্পর্কে বলার জন্য উপস্থিত হলাম। এখন শীতকাল শেষ এবং প্রায়ই গরম পড়ে গেছে। যদিও প্রথম রাতে হালকা পরিমাণে গরম লাগবে কিন্তু শেষ রাতের দিকে অবশ্যই কিছুটা হলেও আপনার শরীরে ঠান্ডা অনুভূত হতে পারে। আর এই নাতিশীতোষ্ণ আবহাওয়া আমাদের জন্য খুব হুমকিস্বরূপ।। সুতরাং এই বিষয়ে আমাদের সকলকে অবগত থাকতে হবে।।
শীত শেষ এবং গরমের শুরু। সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথম বৈদ্যুতিক পাখা পূর্বে থেকে সংরক্ষণ করে রাখতে হবে। কেননা দেশের বর্তমান বাজারের যে অবস্থা প্রতিনিয়ত প্রতিটি দ্রব্যমূল্যের দাম শতগুণে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পূর্বে থেকেই সংরক্ষণ করে রাখা। যাতে করে বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফাঁদে আপনাকে পড়তে না হয়। ্
আর যদি আপনার কাছে পড়বে থেকেই কোন বৈদ্যুতিক পাখা থেকে থাকে তাহলে তো কোন কথাই নাই। এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে হয়তো আপনি কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন। আর এটা আপনার জন্য সত্যিই অনেক বড় সুবর্ণ সুযোগ হতে পারে।।
বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ করলে আপনি বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন। সুতরাং এই সকল সমস্যাগুলো থেকে সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি।
যতটুকু সম্ভব গরমে আবহাওয়ায় থাকার চেষ্টা করুন। যদি হালকা গরম লাগে তবে সেটাকে সহ্য করে থাকার চেষ্টা করুন। কেননা আপনি যদি রাতে খান চালিয়ে ঘুমিয়ে পড়েন এবং রাত্রে যদি আপনার ঠান্ডা লাগে তবে সে ক্ষেত্রে বিশাল সমস্যা দেখা দিতে পারে
এখন গরমকাল পড়বে সুতরাং মশা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে আপনার শরীরকে ক্ষত করার চেষ্টা। সুতরাং এক্ষেত্রে আপনার অবশ্যই উচিত হবে সতর্ক থাকা এবং কয়েন অথবা মশারি টানিয়ে ঘুমানো।
রুমের ভিতর আশেপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং সবসময় চেষ্টা করুন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে।
বর্তমান এই আবহাওয়াকে দূর করতে আপনার সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। সুতরাং সুস্থ থাকুন প্রতিনিয়ত সেই কামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল সবসময়।
posted community
@beautycreativity
cc
@photoman @blacks @club75 @royalmacro @r2cornell
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you for sharing some of your photography with us.
Many many thanks for your best comment. And Stay with my blog always..