Try and try- প্রতিভা এবং পরিশ্রম এর গুরুত্ব।
আসসালামু আলাইকুম।
হ্যালো #beautyofcreativity কমিউনিটি ব্যবহারকারীগণ। আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া আমিও ভালো আছি। সকলে সুস্থ এবং সুন্দর থাকুন প্রতিনিয়ত আশাই কামনা করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমিও যেন অনেক অনেক সুস্থ এবং সুন্দর থাকি সবসময়।
প্রতিভা এবং চেষ্টা
একবার না পারিলে দেখো শতবার। আসলে আমরা পৃথিবীতে অনেক কঠিন কঠিন কাজ করতে সক্ষম আবার কেউ কেউ সহজ কাজ করতে পারিনা। এটি আমাদের জন্য সত্যিই একটা দুঃখজনক বিষয়।
আপনি একটু চিন্তা করে দেখুন একবার পৃথিবীতে কত বড় বড় কঠিন কাজ হয়ে এসেছে এবং মানুষ আজ কত এগিয়ে। কিন্তু আপনি কেন আরো একধাপ এগিয়ে যেতে চিন্তা করেন না কিংবা কিসের এত অলসতায় আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে??
আমাদের অবশ্যই যেকোনো বিষয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রতিভা এবং আমাদের অতি চেষ্টার প্রয়োজন রয়েছে। আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে আমাদের অবশ্যই অনেক চেষ্টা এবং আমাদের প্রতিভার মাধ্যম দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আপনি একটা কাজ একবারে সফলতা অর্জন করতে না পারেন। তবে আপনার অবশ্যই উচিত হবে একবার না পারিলে শতবার চেষ্টা করা। কোন কাজ একবারে আপনার দ্বারা সম্ভব না হলে হয়তো চেষ্টার ফলে আপনি সেই কাজটি খুব সহজেই পরবর্তীতে সফলতা অর্জন করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। সুতরাং এক্ষেত্রে আমাদের শুরু থেকেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং যে কোন কাজ হাসিল করার জন্য আমাদের অবশ্যই আগ্রহ এবং প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
তবে আমরা যে কোন কাজে সফলতা অর্জন করতে সক্ষম।।।।
শুক্রবার বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর যখন আমি আমার শহরের প্রাণ কেন্দ্রে চলে আসলাম তখন হঠাৎ চোখ পড়ে গেল একটি ছোট্ট হোটেলে।
তার বাবা সিঙ্গারা বিক্রি করে। কিন্তু ছোট্ট এই শিশুটির তার বাবার দেখা দেখে অনুকরণ করতে করতে রুটি তৈরি করার চেষ্টা করছে।
যদিও সে বারবার চেষ্টা করার পরে সফলতা অর্জন করতে পারছিল না তারপরেও সে বারবার চেষ্টা করে আসছিলেন রুটি তৈরি করার জন্য।
আমিতো তার শেষটা দেখে রীতিমতো হতবাক হয়ে গেলাম। এতোটুকু একটা বাচ্চা মেয়ে তার এত প্রচেষ্টা এবং পরিশ্রম দেখে সত্যিই আমি মুগ্ধ।
ছোট্ট এই বাচ্চাটি যদি রুটি তৈরি করার কাজে নিজেকে নিয়োজিত করে তাহলে আমরা কেন পারব না?? এই সিদ্ধান্তে আমাদের মনের ভিতর সঞ্চালন করতে পারি তাহলে আমরাও অবশ্যই অনেক কঠিন কাজ কে সহজলভ্য করতে পারি.।
এই ছোট্ট বাচ্চার কাছে কাজটি করা যদিও অনেক কঠিন তার পরেও সে হাল ছেড়ে দেয় নি। তার কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে সে তার কাজটি অবশেষে হাসিল করতে সক্ষম হয়েছে যদিও বোনের মতো হয়নি তার পরেও সে চেষ্টা করছে প্রতিনিয়ত।
সুতরাং এই ছোট বাচ্চাটি কে যদি আমরা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি তাদের দেখতে পাবো যে, এটা আমাদের জন্য সত্যিই একটা অসাধারন বিষয় যে প্রতিভা এবং অসাধারণ পরিশ্রমের মাধ্যমে দিয়েও আমরা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।।
সুতরাং অবশেষে এতোটুকু কথা বলতে চাই। আমাদের কখনো কিংবা কোন সময়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয়।
একটা কাজ যতই কঠিন হোক কিংবা যতই অপ্রত্যাশিত মনে হোক আমাদের কখনোই হাল ছেড়ে না দিয়ে সেই কাজের সাথে লেগে থাকা টাই হবে অনেক বুদ্ধিমানের কাজ।
সুতরাং সে ক্ষেত্রে বলতে পারি
লেগে থাকুন সফলতা নিশ্চিত
সুতরাং আমাদের যেকোন কাজে লেগে থাকতে হবে এবং দেখা যাবে এক সময় আমরা সফলতা অর্জন করতে সক্ষম।
Thank you friends for sharing with us.
You are most welcome.