Some random photography and my environment

in Beauty of Creativity3 years ago (edited)

20220221_121027.jpg

hello, #beautycreativity world

আশা করছি সকলে সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলে সুস্থ থাকুন এবং ভাল থাকুন সেই কামনা করি প্রতিনিয়ত সব সময়।

আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বৃহস্পতি প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছু অসাধারণ ফটোগ্রাফি নিয়ে। আমি প্রতিনিয়ত ও প্রাকৃতিক সৌন্দর্য গুলো মনে প্রানে ভালবাসি এবং সবসময় প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে লেখা-লেখি করার চেষ্টা করে থাকি। ঠিক আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য গুলো আমি গত কালকে বিকেল বেলা সংগ্রহ করেছিলাম। হালকা টিপ টিপ বৃষ্টি ছিল এবং হালকা কুয়াশার ভিতরে আমি এই ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম। তো চলো বন্ধুরা দেখা যাক আমার ফটোগ্রাফিতে কি কি বিষয় স্থান পেয়েছিল। চলো শুরু করা যাক।।
20220220_165144.jpg
হালকা বৃষ্টি এবং প্রচন্ড শীত চিনো। সুতরাং এই শীত নিবারণ করার জন্য দুইটা কুকুরের বাচ্চা ময়লা ডাস্টবিন এর মধ্যে বসে থেকে তাদের শীত নিবারণ করছিল। আমি তাদের দেখা মাত্রই দূর থেকে ক্যামেরা জুম করে ফটোগ্রাফি করলাম। অনেক মায়া লাগছিল কুকুরের বাচ্চা দুইটার জন্য। কিন্তু সেখানে কিছুই করার ছিলনা।।

20220220_165000.jpg

20220220_164943.jpg
মেঘলা আকাশ এবং সাথে অসাধারণ ধানের জমি। যদিও আবহাওয়া একটু মেঘলা ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তার পরেও কালকের আবহাওয়া আমার কাছে অনেক ভাল লাগছিল। বিশেষ করে পুরো আবহাওয়া সবুজ ধানের ক্ষেত এবং প্রাকৃতিক পরিবেশ টা বেশ ঠাণ্ডা ছিল।।
20220220_164933.jpg

20220220_164937.jpg
এই প্রচন্ড শীতের মধ্যে আবারও আমার চোখের সামনে পড়ে গেল দুজন কর্মজীবী মানুষ। যারা সারাদিন কঠোর পরিশ্রম করার পর এই কাঠগুলো সংগ্রহ করেছে। কাঠগুলো থেকে তারা যে পরিমাণ অর্থ উপার্জন করবে তা দিয়েই তারা তাদের সংসার পরিচালনা করবে। গাড়ির অপেক্ষায় এই শ্রমজীবী মানুষ দুইটা কনকনে ঠান্ডা শীতের মধ্যে বসে ছিল।।
20220220_164859.jpg

20220220_164851.jpg
রাস্তার পাশে বেশ কিছুক্ষণ সময় অতিক্রম করলাম। বেশ কিছুক্ষণ সময় অতিক্রম করার পর রাস্তার পাশে দেখতে পেলাম দুইটা বনফুল এর গাছ।

দুইটা ফলের বিভিন্ন রকমের কালার রয়েছে এই গাছের। অনেক কোহলি এবং গাছে ফুল ফোটে আছে এবং হালকা ঠান্ডার ভিতর আরো সুন্দর দেখাচ্ছিল।।

20220220_164813.jpg
এগুলো আসলে কি?? একদম ঠিক ধরেছেন। এগুলো হলেও ধানের জমিতে শ্যাওলা। ধানের জমিতে যখন পানি বেঁধে থাকে তখন কিছু শ্যাওলা জন্মে।
সুতরাং আমি আমার মোবাইলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করে এই শেওলা গুলোর ছবি সংগ্রহ করেছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল।।
20220220_164743.jpg
এটি হলো প্রায় 20 বছর পূর্বে তোরা একটা গাছ। এই গাছটিকে আমাদের এলাকায় পাইকর গাছ নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম থাকলেও আমি এর বৈজ্ঞানিক নাম জানিনা। তবে বিভিন্ন অঞ্চল ভেদে এটাকে বিভিন্ন নামে ডাকা হতে পারে।
20220220_164641.jpg
এটি হলো আমার বিকেলের সর্বশেষ ফটোগ্রাফি। একটা ধানের জমিতে প্রচন্ড পরিমানে পানি জমে আছে এবং সবুজ শৈবাল জমি আছে। তখন আমি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং সেই সময় ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম।

Photographyoriginal
Photographer@Steem-for-future
Device Samsung galaxy f22
LocationGazipur
W3Whttps://w3w.co/grove.endearing.grounding
Editphone apps

joint our discord server

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9hrmo7HHjXhuejr1qDohdtJQsmCmKhy9HuRvHqMTJSKWVbMc2A7WQYb5wESGLzw3vN3PgJA2J.png

Here

cc

@photoman @blacks

regards

@steem-for-future

Sort:  
 3 years ago 

Thank you for sharing some of your interesting photography.

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সাথে থেকে
প্রতিনিয়ত চমৎকার দৃষ্টিনন্দন মন্তব্য করার জন্য। ভালোবাসা অবিরাম

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77