My village is surrounded by extraordinary natural beauty.10% payout for beautycreativity
আসালামুআলাইকুম
hello world of #beautycreativity
Welcome to my #steemitblog from @steem-for-future..
আশা করছি সকলের সুস্থ সুন্দর এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই সুস্থ সুন্দর এবং ভাল থাকুন সকলের প্রতি এই প্রত্যাশা রেখে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগিং। আমি আজকে আপনাদের সামনে কিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু ফটোগ্রাফি করেছি।
আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমার সব সময় অনেক অনেক ভালো লাগে। মনকে সুন্দর সমৃদ্ধ এবং সঠিক ভাবে বিকশিত করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর সুন্দর কিছু তুলে ধরার জন্য। আর ঠিক এরই ধারাবাহিকতা নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু অসাধারণ প্রাকৃতিক সবুজের সমারোহ এবং সৌন্দর্য নিয়ে। চলুন প্রথমেই আমরা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ফটোগ্রাফিক গুলো সম্পর্কে কিছু তথ্য নিয়ে আসি।।
ফটোগ্রাফি গুলো সংগ্রহ
বেশ কিছুদিন আগে আমি আমার দেশের বাড়িতে বেড়াতে যাই। দেশের বাড়িতে বেড়াতে যাবার পর সেখানে আমি অনেকদিন ছিলাম। এরপরও আমার চাকরি ছিল না সেজন্য আরো লম্বা ছুটি কাটিয়ে এসেছিলাম। লম্বা ছুটি পাশাপাশি ট্রাভেলিং বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি সব সময় ফটোগ্রাফি করেছিলাম বেশ কিছু। আমার ফটোগ্রাফী গুলোর মধ্যে অন্যতম ছিল সবুজে ঘেরা আমার গ্রামের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য এবং এর মধ্যে আমার নিজের প্রেমে বন্দী করা অসাধারণ সেলফি সংযুক্ত করলাম।।
Photography | original | @steem-for-future |
---|---|---|
Device | Samsung galaxy f22 | |
Edit | Adobe Photoshop | |
Location | gazipur bangladesh | |
W3W | whats3world | |
Category | nature | traveling photography |
এটি একটি খেজুর গাছের চিত্র। সবুজে ঘেরা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং তখন হালকা শীত ছিল এবং খেজুর গাছের রস সংগ্রহ করার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতপক্ষে আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন এবং আপনার গ্রামে যদি কোন খেজুরের গাছ থেকে থাকে তবে আপনি এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিশেষ করে এই ফটোগ্রাফি সংগ্রহ করতে আপনাকে অবশ্যই শীতকালের জন্য অপেক্ষা করতে হবে।।
প্রাকৃতিক সৌন্দর্য এর মধ্যে অন্যতম এবং অসাধারণ নিদর্শন হল বড় দীঘা। বড় এবং সুবিশাল পুকুরকে আমাদের আঞ্চলিক ভাষায় দীঘা বলা হয়। এটিকে কেউ কেউ আবার বড় পুকুর হিসেবে বলে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য এবং আমার ফটোগ্রাফির মান উন্নত করতে আমি এই অসাধারণ দুইটা দীঘার একজন থেকে ফটোগ্রাফি করি। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির সমস্ত গ্রুপ যদি আপনি সুন্দর ভাবে উপলব্ধি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো বড় পুকুরের পাশে গিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হবে। আসলে বড় পুকুরের পাশে যদি আপনি গিয়ে কিছুক্ষণ বসে থাকেন এবং পানির ওপর দিয়ে ভেসে আসা হালকা বাতাস অনুভব করেন তবে আপনি বুঝতে পারবেন কতটুকু ভালো লাগা কাজ করতে পারে আপনার প্রতি।।
তাছাড়াও পুকুরের পাশে রয়েছে শত শত লতাগুল্ম। এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বাগানে খেজুর গাছ। বিশেষ করে এই গাছটির একটি বৈশিষ্ট্য হলো এই গাছ পুকুরের একদম পানির কাছে থাকে কিন্তু এখনো কাজটি মারা যায়নি কিংবা পুকুরের ভেতরে পড়ে যায় নি। অনেক চমৎকার ফটোগ্রাফি ছিল আমার।
সর্বশেষ আমি আমার নিজের একটি ফটোগ্রাফিক সংযুক্ত করলাম। কেননা প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য যে কতটুকু তা আমি অনুভব করতে পারি প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য কে ভালোবেসে।
সুতরাং আমার এই অসাধারণ প্রকৃতি ভিতরে একটি সেলফি সংযুক্ত করলাম এবং আমি আপনাদের বুঝাতে পারলাম অবশ্যই আমি খুব চমৎকারভাবে আপনাদের সামনে প্রকৃতি উপভোগ করার অসাধারণ সৌন্দর্য কিভাবে পার করেছিলাম। সত্যিই যদি কখনো সময় সুযোগ মেলে তাহলে আপনিও যে কোন সময় অসাধারণ এই সবুজের সৌন্দর্য উপভোগ করতে। আসলে সবুজের এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা যা আপনি উপভোগ করতে চাইলে অবশ্যই সবুজে ঘেরা কোন গ্রামে অবস্থান করতে হবে।। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।।
Join us on discord server
cc
@photoman @blacks @royalmacro @club75
Brother you have shared with us some awesome photography. I was fascinated by your cotton photography. Good luck.
বাংলাদেশ মানে সবুজ শ্যামলে ঘেরা চারিপাশ। ওনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে এভাবে ফুটিয়ে তোলার জন্য।
বাংলাদেশ সবুজের সমারোহ এবং অসাধারণ সৌন্দর্য ঘেরা একটি দেশ। সুতরাং সবুজের সমারোহ সবসময় আমাকে আকর্ষিত করে।। ধন্যবাদ আপনার কাঙ্খিত মতামত দেওয়ার জন্য
ভাই আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। যা সত্যিই অসাধারণ শুভকামনা।
You have done photography in a very beautiful way. The greens have been painted very well by the brothers. It is understood when you see the green Bangladesh. Thanks for sharing
Wow awesome village photography. Village photography looks so beautiful and it will be less. Especially the first picture is of hanging a pot to take the date palm. Great view.