Life fighter and our goal . 10% payout for @beautycreativity by @steem-for-future

in Beauty of Creativity2 years ago

1650730719-picsay.jpg
Made by PicSay

HELLO world of @beautycreativity

Assalamu alaikum

আশাকরি সকলে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও অনেক অনেক সুস্থ সুন্দর এবং ভালো আছি ।সকলের প্রতি সুস্থতা শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।

আমি আজকে আপনাদের সামনে আমাদের জীবনে একটি নিত্য প্রয়োজনীয় এবং অসাধারণ বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য চলে আসলাম ।আমি আজকে আপনাদের সামনে বেশ কিছু শ্রমজীবী মানুষ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি ।শ্রমজীবী মানুষ আসলে আমাদের জীবনের জন্য সত্যিই অনেক বড় একটা প্রচেষ্টার নাম। আমরা প্রত্যেকেই শ্রমজীবী মানুষ এবং শ্রম ছাড়া চলতে পারে না। আমাদের জীবিকা নির্বাহ করতে হলে আমাদের অবশ্যই শ্রম দিতে হবে এটাই বাস্তব।

এরই ধারাবাহিকতা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের কথা তুলে ধরতে চাই ।তো শুধু বন্ধুরা দেখানো যাক শ্রমজীবী মানুষ সম্পর্কে কিছু ফটোগ্রাফি এবং তাদের জীবন বৃত্তান্ত।

20220123_125412.jpg
3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeX1PJokRJUcREkHbbVJsaMybmYPiqYjzmdhYTvv55HAdYfYUvVra8vQBWKaQnEJv5Rcyk4TNN.png

আমাদের সমাজে শ্রমজীবী মানুষের কথা বলতে গেলে সর্বপ্রথম আমরা ফেরিওয়ালাকে দেখতে পাই ।আমাদের সমাজে এবং বাড়ির আশেপাশে আমরা প্রতিনিয়ত এবং প্রতিদিন অনেক অনেক ফেরিওয়ালা দেখতে পাই ।ফেরিওয়ালা হলো কষ্ট সংগ্রামের সর্বপ্রথম এবং সর্বপ্রধান ধাপ। পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে তার মধ্যে সর্ব কষ্ট এবং জীবন যোদ্ধাদের প্রথম কাতারে সারিবদ্ধ হয়ে থাকে এই ফেরিওয়ালারা। ফেরিওয়ালা বলতে আমরা সাধারণত যারা সারাদিন অনেক কষ্ট এবং পরিশ্রম করে দেশ দেশান্তর ঘুরে ঘুরে তাদের জীবিকা নির্বাহ করার জন্য কাজকর্ম করে থাকে তাদেরকে বুঝি।

আমি আজকে আপনাদেরকে একজন ফেরিওয়ালার সাথে পরিচয় করিয়ে দিলাম ।সত্যিই জীবন যোদ্ধা বলতেই সর্বপ্রথম ফেরিওয়ালার নাম চলে আসে।

20220123_125437.jpg

দ্বিতীয়তঃ বলতে গেলে আরো একটি জীবন যোদ্ধা আমাদের সমাজে অহরহ রয়েছে। জীবন যোদ্ধাদের দ্বিতীয় নাম্বারে যদি বলতে যাই তাহলে আমরা দেখতে পাই যা সব মানুষগুলো আমাদের ঘর নির্মাণ করে থাকে তাদেরকে আমরা ঘরাআমি বলে থাকি। প্রকৃতপক্ষে এই ঘর আমরা এখন ডিজিটাল যুগে এসে রাজমিস্ত্রি হয়ে গেছে। পূর্বে ঘর আমি আজ অনেক কষ্ট করে সন এবং খড় দিয়ে ঘর নির্মাণ করত আমাদের থাকার বাসস্থান তৈরি করত তবে এখন রাজমিস্ত্রি সেই একই রকম পরিশ্রম করে কাঠ আটক এবং পাথর দিয়ে আমাদের জন্য থাকার ঘর তৈরি করে। এই কঠোর রোদের ভিতর জীবন সংগ্রামের আরও একটা অধ্যায় হলো এই রাজমিস্ত্রি।

20220124_151111.jpg

তাছাড়াও আমরা সাধারনত দেখতে পাই রাস্তার পাশ দিয়ে ডেন তৈরি করা হয়। বিশেষ করে শহরাঞ্চলে ব্যবহৃত পানি গুলো চলাচলের জন্য রাস্তার পাশে দিয়ে এই ডেন তৈরি করা হয়। যেগুলো দ্বারা আমাদের ব্যবহৃত পানি গুলো জলাশয় এর ভেতরে চলে যাই।

তবে আমরা কি জানি এই ডেন যারা তৈরি করে তারা কতটুকু পরিশ্রম করে। বিশেষ করে রাস্তার পাশে মাটি খনন করে তারপরে অনেক পরিশ্রম করার মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সুন্দর এবং সুখকর তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় প্রতিটি মিস্ত্রিকে। বিশেষ করে আমি যখন এই ফটোগ্রাফি সংগ্রহ করলাম তখন দেখতে পেলাম একজন মিস্ত্রি অনেক পরিশ্রম করছে এবং ডেইন তৈরি করার কাজে। তাছাড়াও এর সঙ্গে আরও অনেক অনেক সহোযোগী রয়েছে যারা অনেক পরিশ্রম করে তাদের শ্রম দিচ্ছে।

20211224_164504 (1).jpg

যাইহোক এসকল বিষয় গুলো দেখতে দেখতে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর যখন বিকেল হল তখন বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম। বন্ধুদের সাথে ঘুরতে বের হবার কিছুক্ষণ পরে আমি যখন আবার একটু লক্ষ্য করলাম তখন দেখতে পেলাম একজন বৃদ্ধা মহিলা মাঠে তার ছাগলের জন্য ঘাস কাটছ ছিল। এই সন্ধ্যার পূর্ব মুহুর্তে সে এখনো তার জীবিকা নির্বাহ করার জন্য লড়ে যাচ্ছে তাও আবার বৃদ্ধা বয়সে। বৃদ্ধা সেই মহিলাকে দেখে আমার অনেক অনেক মায়া লাগলো তবে আমি এই বৃদ্ধা মহিলার ছবি কোন ভাবেই উঠাতে পারছিলাম না। তার অনুমতি ছাড়াই আমি চুরি করে যখন ছবি তুলছিলাম তখন আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ছিল। দেখে আমার অনেক মায়া হচ্ছিল। যাইহোক জীবন যোদ্ধা এই বৃদ্ধা মহিলাকে সেলুট জানাই এখনো তার জীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।।

আর যাই হোক দিন শেষে আমারও অনেক ভালো লাগে আমিও একজন জীবন যোদ্ধা।

photography information

Photographyoriginal
Photographer@steem-for-future
DeviceSamsung galaxy f22
Editlightroom
CategoryLife amazing photography
Locationgazipur bangladesh

posted on

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ9XpqwNmBwT9hdySmJ6UEqeCVoSzQHUhRoJa368PTd3hdPVak98wiq7sN33hMXLQKEUwHUy1bFCDYra.jpeg

boc community

specially thanks to

@blacks @photoman @royalmacro

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxVEVGK6CZeC6DygzNwa3k8rgKuYenBwB9vEvHwD1ZpiaZ3FWVyKWUfVDCktC...FBMfpKXoAnA4ckon21HzhujPdz1qo7KG1oqxtBmkFEGnWtM2M5M168rUNCwpE9fQKZY1DE9yeN2Y7HpDwVRyJweEykLYtrvNPuPXCPEhfiSoMsNW1bs75bg9Tk.png

join us on discord

All photography w3w location code

https://w3w.co/plump.repayment.warmers

regards

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81c8qL9KtHejp938qmCho7P41uwbpo3PLN2KJM1kcqucJoDtUEniYHiEVQAyK5ar1oqNjsCBomsVUor6XgXjBjrQoWDESz.jpeg

@steem-for-future

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328YA5krDzvitaYMdnUvs9vMz3bD6vrAyad91mxpYmtn7YeBiNeN5WTwjZmjL4QgJA66eAePRRJ1JHaMhCw78drH3oy42Z1zbnAuBU.png

#lifestyle #photography #steemexclusive #bangladesh #life #life

Sort:  
 2 years ago 

Thank you for sharing some of your photography here, friends.

 2 years ago 

আপনি এখানে আপনার পোষ্টের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের যে আলোকচিত্র তুলে ধরেছেন সেটা আসলেই অসাধারণ ছিল। আসলে তারা যতটা কষ্ট করে নিজেদের জীবিকা নির্বাহ করে সেটা আমরা অনেকেই পারবোনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা প্রতিবেদন তুলে ধরার জন্য। অনেকদিন পর একটা সুন্দর পোষ্ট পড়লাম।

 2 years ago 

শ্রমজীবী মানুষগুলো আমাদের জীবনের বেঁচে থাকার অনুপ্রেরণা। সুতরাং আমি সবসময় শ্রমজীবী মানুষ গুলোকে সম্মান করি এবং মনে প্রানে ভালবাসি। এবং শ্রমজীবী মানুষ গুলোকে নিয়ে লিখতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64