চমৎকার মাছ ধরার দৃশ্যগুলি সঙ্গে সারাদিনের সকল কার্যপ্রণালী

in Beauty of Creativity2 months ago (edited)

IMG_20241111_160230.jpg

হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে আমার সারাদিনের ডায়েরি গেম শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই খুবই উপভোগ করবেন। আজ আমি চমৎকার মাছ ধরার দৃশ্যগুলি শেয়ার করবো। এছাড়াও কিছু ঘরোয়া খাবার গুলি যা সবাই অনেক পছন্দ করবেন। এখন শুরু করছি

প্রতিদিনের মতো আমি ভোর ৪ টাই ঘুম থেকে উঠে কিছু সময় যোগাসন করার পর ফ্রেশ হয়ে মাঠে গেছিলাম তারপর কিছু সময় মাঠে হাঁটাহাঁটি করার পর ১২০০ মিটার দৌড়েছিলাম। মাঠে বেশ কিছু ছেলেরা ফুটবল খেলছিল আমি সেই মুহূর্ত আমার ক্যামেরা বন্দি করেছিলাম। বাড়িতে ফিরে আসার পর আমি আমার পোষা বিড়াল গুলি নিয়ে কিছু সময় বাড়ির সামনের রাস্তায় বসেছিলাম। তখন আমাদের ক্যানেলে কিছু মানুষ মাছ ধরছিলো। আমি সেই মুহূর্ত উপভোগ করার সাথে সাথে কিছু আমার ফোন ক্যামেরা তুলেছিলাম।

আমি সকালের খাবার হিসাবে মিষ্টি কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে এবং কামরাঙ্গা দিয়ে তৈরি আচার খেয়েছিলাম। তার পর আমি কিছু সময় রেস্ট নিয়েছিলাম। তারপর বাবার সাথে মাছ ধরতে আমার বাড়ির সামনে ক্যানেলে গেছিলাম।

আমরা ক্যানেলে মাছ ধরতে যেয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম। তখন একজন কৃষক ধানে স্প্রে করছিলো আমি সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম।আসলে মাছ ধরার মজাই আলাদা। আমি সেই চমৎকার মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম। আশা করি সবাই মাছ ও মাছ ধরার মুহূর্ত অনেক উপভোগ করবে।আমি প্রচুর পুটি মাছ পেয়েছিলাম। এছাড়াও চারটি বোয়াল মাছ, শোল মাছ, টাকি মাছ, টেংরা মাছ, কৈ মাছ, কাঁকড়া, পোনা মাছ পেয়েছিলাম। তিন ঘন্টা মাছ ধরার পর আমরা বাড়ি ফিরে এসে স্নান করেছিলাম। তারপর আজকের বিভিন্ন ধরণের খবর দেখেছিলাম ইউটিউব খবর চ্যানেলে। তার পর আমি এক ঘন্টা পড়াশুনা করেছিলাম অনলাইনে।

আমি দুপুরের খাবার খেয়েছিলাম। প্রথমেই আমি মুড়ি চানাচুর খেয়েছিলাম। তারপর এক ঘন্টা পর আজ দুপুরের মেনু ছিলো কলা সুক্ত এবং আলু দিয়ে বোয়াল মাছের তরকারি। আলু দিয়ে বোয়াল মাছের তরকারি খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী রেসিপি এবং আমি অনেক টেস্ট পেয়েছিলাম রেসিপিটি থেকে।আজকের দুপুরের মেনু খাওয়ার পর আমি কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলাম। তারপর বাবা মায়ের কাজে কিছুটা সহযোগিতা করেছিলাম। তারপর বাড়ির সামনে কিছুটা হাঁটাহাঁটি করেছিলাম। আমাদের পোষা বিড়াল গুলির সাথে কিছুটা সময় পার করেছিলাম। তারপর আবার বাড়িতে ফিরে এসেছিলাম। রাতে পুটি মাছ ভাজি দিয়ে রাতের খাবার খেয়েছিলাম।এভাবেই আজকের সারাদিন দিনটি কাটিয়েছি। আশা করি আজকের সারাদিনের কার্যপ্রণালী এবং চমৎকার মাছ ধরার সকল দৃশ্যেই আপনারা দারুণভাবে উপভোগ করবেন।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy

Regards @simaroy

Sort:  
 2 months ago 

These photographs taken by you are really of professional quality. I like seeing these photographs of yours.

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101737.75
ETH 3684.84
SBD 2.55