মেমারি সবজি বাজারের কিছু ফোটোগ্রাফি

in Beauty of Creativity2 months ago

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আজ আমি মেমারি বড় সবজি বাজার পরিদর্শন করেছিলাম। মূলত সবজি বিক্রির উদ্দেশ্য আমি মেমারি বাজার পরিদর্শন করে বিভিন্ন সবজি কিনে নিয়ে এসেছিলাম। আশা করি সবাই এই সবজি বাজার অনেক উপভোগ করবেন।

IMG_20250119_093133.jpg

IMG_20250119_093248.jpg

IMG_20250119_093239.jpg

IMG_20250119_093231.jpg

IMG_20250119_093222.jpg

IMG_20250119_093121.jpg

IMG_20250119_093256.jpg

প্রথমে আমি আমার বাগানে শিম সবজি নিয়ে সাইকেলের দ্বারা পালশিটে পৌঁছানোর পর ট্রেনের দ্বারা মেমারি পৌঁছেছি। তারপর মেমারি বড় সবজি বাজারে গেলাম এবং তারপর বেশ কিছু সময় পর আমার শিম সবজি বিক্রি করলাম। মাত্র ৮ টাকা করে প্রতি কেজি সবজি বিক্রি করার পর আমি বিভিন্ন ধরণের সবজি কিনলাম। তারপর আমিও ৮ কেজি বেগুন, ২. ৫ কেজি ওলকপি, একটা ফুলকপি, ১ কেজি কাঁচা লঙ্কা কিনে নেওয়ার পর আমি হাঁটতে শুরু করলাম। আমিও মেমারি সবজি বাজারে থাকাকালীন বেশ কিছু ছবি তুলেছিলাম। তারপর আমি মেমারি মাছ বাজারে যেয়ে ১ কেজি মৃগেল মাছ কিনে ট্রেন যোগে পালশিটে এসে সাইকেল দ্বারা বাড়ি ফিরলাম। আশা করি সবাই সবজি বাজারের ছবি গুলি সবাই উপভোগ করবে অনেক ধরণের সবজির সমন্বয়ে বাজার ভর্তি ছিলো।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.033
BTC 88162.23
ETH 2173.60
USDT 1.00
SBD 0.91