হলুদ ফুলের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম

in Beauty of Creativity2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন আমিও ভাল আছি আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমিও ভাল আছি আল্লাহর রহমতে।

PhotoEditor_20228419313259.jpg

আপনাদের সবাইকে আমার আরেকটা হলুদ ফুলের ফটোগ্রাফিতে স্বাগতম।

আজকে আমি আপনাদের জন্য যে ফুলটি নিয়ে এসেছি আশাকরি আপনারা সেই ভুলটি নাম অবশ্যই জানেন না । এই ফুলটির নাম আমি ও জানি না।

এলামন্ডা ফুলের নাম নিয়ে রয়েছে মতভেদ তাইতো একই ফুলের ভিন্ন ভিন্ন নাম।ফুলটি দেখতে মাইকের মত বলে বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজন 'মাইক ফুল' বলেও থাকেন।

20220801_145958.jpg

20220801_150000.jpg

ঘন্টা ফুল, কেউ কেউ কলকি বা কলকে ফুল নামে চেনে।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ফুলেরই নতুন নামকরণ করেছিলেন।তিনি এই ফুলের নাম দিয়েছিলেন ফুল'।এই ফুল হলুদ রঙের হয়ে থাকে।

শীতে গাছের সমস্ত পাতা ঝরে যায় ও বসন্তের শেষে গাছে নতুন পাতা গজায় এবং তারই সাথে গাছে ফুল কলির আগমন ঘটে । পাতার রঙ গাঢ় সবুজ ।

20220801_150002.jpg

20220801_150025.jpg

নমনীয় কোমল পাপড়ি পাঁচটি এবং ফুল গন্ধহীন। গ্রীষ্মের শুরুতে গাছে ফুল ফোটে এবং এর ফুল ফোটার ব্যপ্তিকাল হেমন্তকাল সময় জুড়ে।

তবে বর্ষা ঋতুতে গাছে সবচেয়ে বেশী পরিমাণে ফুল ধরে। ফুল শাখা-প্রশাখার অগ্রভাগে একই সাথে দুই থেকে পাঁচটি পর্যন্ত ফুটতে দেখা যায় ।

20220801_150008.jpg

20220801_150028.jpg

টবে চাষ করা যায়। বীজ ও ডাল কাটিং এর মাধ্যমে এর বংশ বিস্তার করা যায়। আশা করি আপনাদের সবার কাছে আমার বিয়ের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।

আশাকরি আপনাদের আপনারা সবাই এই ফুলটি আপনাদের বাড়ির সামনে বা অন্যান্য জায়গায়ও দেখেছে। এই ফুলটি সব জায়গায় দেখা যায়।

20220801_150015.jpg

20220801_150018.jpg

এই টুলটি অনেক জনপ্রিয় যেখানেই যাই আমি তিনটে বেশিরভাগ দেখি একটু দেখতে কিন্তু সবথেকে সুন্দর একটি ফুল।

আশা করি আপনাদের কাছে আমার বর্ণনাটি আবার আমার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগবে, আর যদি আপনারা ফুলটির নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ।

20220801_150033.jpg

সমাপ্তি।

আমার মোবাইলের নাম
Samsung Galaxy A32
camera 64MP

আমার পোস্টটি দেখার জন্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ফুলগুলা দেখতে খুবই ভাল। আর আপনার ফটোগ্রাফি মনোমুগ্ধকর 😍।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে যেটা আপনি করে দেখান।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ।

 2 years ago 

ফুল টি অসাধারণ সুন্দর । আপনার ফটোগ্রাফিও সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি হলুদ ফুলের কিছু ফটোগ্রাফি করেছেন। বাহ খুবই অসাধারণ হলুদ ফুলের ফটোগ্রাফি গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

Just awesome click. You have presented the small flowers in front of us very beautifully through the camera..

 2 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.60
ETH 2685.59
USDT 1.00
SBD 2.86