প্রাকৃতিকভাবে বেড়ে উঠা অবহেলিত ‘শটি’ ফুল💐💐💐💐💐💐

in Beauty of Creativity2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে, আমিও ভাল আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে।

আপনাদেরকে আমার আরেকটা ফুলের ফটোগ্রাফি পোষ্টে 🖤স্বাগতম।

PhotoEditor_2022520202615521.jpg

আজকে আপনাদের জন্য আমি একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি যা আপনাদের খুব সিন পরিচিত। একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার ফটোগ্রাফি গুলো। এবং ফুলটা অনেক ভালোলাগবে যানা মতে।

এই ফুলটির নাম আশা করি আপনারা সবাই জানেন। এই ফলটিকে সবাই অনেক চিনে। তার কারণে ফুলটি রাস্তার আশেপাশে এই ফুলটির জন্ম হয়।

20220520_160012.jpg

💐💐💐💐💐💐💐

20220520_155928.jpg

এই ফুলটিকে জন্ম হওয়ার জন্য কোন কৃষকের বা কোনো মানুষের ফুলের গাছটিকে যত্ন করা লাগেনা। এই ফুলের গাছ নিজে নিজেই উঠে এবং এই ফুলটি নিজে নিজে হয় কোন যত্ন ছাড়াই ফুল্টু হয়ে থাকে।

আমি জ এই ফলটিকে ছোটবেলায় অনেক পছন্দ করতাম। তার কারণ গোলাপ গাছ থেকে আমাদেরকে বলা উচিত থাকে না তাদের কাছ থেকে আমাদেরকে গাঁদা ফুল ছিড়তে হয়না। এই ফুলটি তো অনেক হয়ে থাকে তাই এগুলো জেনে আমরা খেলতাম।

আর এই ফুলটির রং খুব অন্যরকম এই ফুলটির তিনটে কালার হয়ে থাকে সবুজ গোলাপি এবং হলুদ। বাংলাদেশের ভিতরে সব ফুলের মাধ্যমে এ ফুলটি একমাত্র তিন কালারের ফুল আমার জানামতে।

20220520_160002.jpg

❤️❤️❤️❤️❤️❤️

20220520_155934.jpg

তার কারণ গোলাপ লাল হলুদ এবং কি সাদা হয়ে থাকে। তারপরে গাঁদা ফুল লাল রংয়ের হয় এবং হলুদ রঙের হয়ে থাকে।

তারপরে বেলীফুল ও সাদা রঙের হয়ে থাকে। তারপর রজনীগন্ধা সাদা রঙের হয়ে থাকে। বড়বেলা বড়দের পছন্দ করলাম আর ছোটবেলা ছোটদের পছন্দ এই শটিফুল।

তারা এই ফুলটির নাম জানেনা তবুও এই ফুলটি নিয়ে খেলতে অনেক পছন্দ করে তারা। ছোটরা সবাই ফুলটিকে একনামে চিনে সেটা হল হেনা ফুল।

হেনা ফুটবলার কারণ এই ফুলগুলোর প্রথমে হেনা থাকে তারপর হেনা থেকে ফুলগুলো যখন বর্ষাকাল আসে তখনই ফুলগুলো জন্ম হয়।

আশা করি আপনাদের কাছেও এই ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে এটা বছরে এক মাসে ফুলগুলো দেখা যায় আর সব ফুল তো সব মাসে। এবং যেকোনো অনুষ্ঠানে আমরাই অন্যান্য ফুলগুলো দেখে থাকে।

আশা করি আমার লেখা উদ্দীপক গুলো এবং আমার ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ।

রাস্তার পাশে অবহেলিত শটি ফুল একদিকে ধানের জমি অন্যদিকে সবজির বাগান মধ্য দিয়ে পায়ে হাঁটার পথ পাশেই দৃষ্টিনন্দন ফুল।

দূর থেকে দেখলে মনে হবে কেউ ফুলচাষ করেছে। নিশ্চয়ই কোন কৃষকের যত্ন ও পরিচর্যা দৃষ্টিনন্দন শটিফুল গুলো বেড়ে উঠেছে।

20220520_155925.jpg
💮💮💮💮💮💮
20220520_160021.jpg

দাগনভূঞা ফেনী জেলার ইয়াকুবপুর গ্রামের রাস্তার পাশেই, অভিভাবকহীন অযত্ন ও পরিচর্যা ছাড়াই প্রাকৃতিকভাবেই জন্ম হয়েছ এই দৃষ্টিনন্দন শটি ফুলগুলোর।

অবহেলিত ও অযত্নেই রাস্তার পাশে বেড়ে উঠছে দৃষ্টিনন্দন এই ফুল। এর বৈজ্ঞানিক নাম শটি ফুল, আঞ্চলিক নাম হলুদ ফুল, জংলী হলুদ ফুল, হুইট ফুল, ঘিকমা নামে সম্বোধন করা হয়।

চৈত্র ও বৈশাখ মাসে এই ফুল ফুটে। শটি গাছটি দেখতে অনেকটা হলুদ গাছের মত, যদিও বেশ পার্থক্য রয়েছে। এই গাছের ফুল সাদা ও গোলাপি রঙের মিশ্রন।

শটি ফুলের কলি ফোটার সময় প্রথমে হালকা হলুদ রঙের হয়, এবং ধীরে ধীরে সাদা ও গোলাপি রঙের মিশ্রণে রূপান্তিত হয়।এক সময় গ্রামের প্রত্যান্ত অঞ্চলে ও বসতবাড়ির আশেপাশে প্রায়ই দেখা যেত দৃষ্টিনন্দন শটি ফুলকে।

গ্রামের ছোট ছোট বাচ্চারা শটি গাছের পাতা দিয়ে খেলনার দোকান ঘর তৈরি করতো আর নিচের ফল পণ্য হিসেবে দোকানে রাখত। গ্রামের সাধারণ মানুষেরা অপ্রয়োজনীয় ঝোপ ঝাড় মনে করে শটি গাছকে উপড়ে ফেলে দিতেন।

20220520_155956.jpg

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

কালের ক্রমে ও অনুকূল পরিবেশ না থাকার কারণে অবহেলিত শটি গাছটি আজ প্রায় বিলুপ্তির পথে।

সমাপ্তি

আমার পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

প্রকৃতির প্রত্যেকটি ফুলের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে থাকে আপনার ফটোগ্রাফি করে অনেক সুন্দর হয়েছে

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

Honestly, it's my first time seeing this type of flower and I think it's really amazing, you've taken a very beautiful photo. Hope you are always well, friend.

 2 years ago (edited)

আপনাকে অনেক ধন্যবাদ মতামত যানানোর জন্য।

 2 years ago 

Wow, this flower looks very cool and also has a very beautiful color.

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

Extraordinary flower shots. Your photography was great too. Whose beauty is given in a natural way. No matter where he is, he must look beautiful.

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মতামত জানানোর জন্য। ❤️

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60115.50
ETH 3192.77
USDT 1.00
SBD 2.45