✅✅চলমান রাস্তার কাজে ফটোগ্রাফি BOC ✅ ✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
দেশের বর্তমান কিছু কিছু জায়গায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। শুধু খারাপ বললেও ভুল হবে একদম জঘন্যতম খারাপ। এর মূল কারণ হলো সেই রাস্তাগুলোর কাজ চলমান রয়েছে। যার ফলে সেই জায়গাগুলোতে রাস্তা কঠিন রোপন বিধ্বস্ত হয়ে আছে। আমি এই ফটোগ্রাফি গুলি ক্যাপচা করেছি ঢাকার থানার ইউনিক এলাকা থেকে। এই রাস্তার এরকম বেহাল অবস্থা হওয়ার মূল কারণ হলো রাস্তার উন্নয়নের জন্য কাজ চলমান রয়েছে। ঢাকা শহরের মধ্যে জ্যাম হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি। এই জ্যাম কে নিরসন করার জন্যই ওভার ব্রিজের কাজ চলমান রয়েছে। যার ফলে রাস্তার মাঝে মাঝে পিলার স্থাপন করছে। আর ঠিক সে কারণেই রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়েছে। এই গর্ত গুলোতে পানি জমে জমে কাদায় পরিণত হচ্ছে। তারপরে সেই জায়গাগুলো দিয়ে গাড়ি গেলে এমনিতেই সেই জায়গাগুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই অবস্থা তখনই শেষ হবে যখন এই ওভার ব্রিজের কাজ সম্পন্ন হবে। যাই হোক চলুন বন্ধুরা আমার ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1958688556140163527?t=1QyeHSp_lISSixCEsjh1tQ&s=19