মোরগ ফুলের চমৎকার ফটোগ্রাফি।।BOC ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
মোরগ ফুলের দারুন দেখতে কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেবো আজকে। মোরগ ফুল সম্পর্কে মোটামুটি প্রত্যেকই আমরা জানি। এই ভুল মানুষের বসতবাড়িতে সব থেকে বেশি দেখা যায়। এর মূল কারণ হলো মানুষ তাদের বাড়ির সৌন্দর্য বাড়াতে মোরগ ফুল গাছ সব থেকে বেশি লাগিয়ে থাকে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো একবার ফুল হওয়া শুরু করলে অনেকদিন পর্যন্ত সেই ফুল গাছের মধ্যেই থাকে। আর ছোট একটি গাছে ফুল হওয়া শুরু করলেও এই ভুল থেকেই বীজ মাটিতে পড়ে পড়ে অনেকগুলি গাছ এর জন্ম হয়ে থাকে। এরপর সেই গাছগুলি আস্তে আস্তে বড় হতে থাকে একসময় সেই জায়গাটাতে অনেকগুলি গাছে পরিমাণ। সেই তুলনায় ফুলের পরমাণও অনেক পরিমানে হয়ে থাকে। একটি ফুলের মধ্যে দুই ধরনের কালার বিদ্যমান থাকে। একটি ফুলের উপরের অংশে একদম টকটকে লাল কালার হয়ে থাকে আর ঘোড়ার দিকে একটু সাদা বর্ণের হয়ে থাকে। ফুলের পাপড়ি গুলো খুবই ঘন ঘন এবং ঘিচি ঘিছি ভাবে থাকে। সৌন্দর্য না থাকলেও রোগ লবণে অনন্য দেখতে চমৎকার দেখায়।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1960154907094511890?t=vna7Cysc_9BfuYMIv0ZdUQ&s=19