বাগান বিলাস ফুলের চমৎকার ফটোগ্রাফি।।BOC ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন আরও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্ট এর আয়োজন হলো বাগানবিলাস ফুলকে ঘিরে। বাগান বিলাস ফুল বরাবরই সকলের কাছে অনেক বেশি প্রিয় হয়ে থাকে। এর মূল কারণ হলো প্রত্যেক মানুষই চায় তাদের বসতবাড়ির সৌন্দর্য বাড়াতে। আর বাসার সৌন্দর্য তথা বাড়ির গেট কিংবা ওয়ালে চমৎকার দেখতে ফুলের সৌন্দর্য হিসেবে একমাত্র বাগান বিলাস ফুল গ্রহণযোগ্য হয়। বাগান বিলাস একটি আকর্ষণীয় ও সৌন্দর্যমণ্ডিত ফুল, যা আমাদের দেশে বিশেষভাবে জনপ্রিয়। এর বৈজ্ঞানিক নাম Bougainvillea। এই ফুল মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মে এবং খুব সহজেই বাড়ির বারান্দা, ছাদ বা বাগানে চাষ করা যায়। বাগান বিলাস ফুল আসলে পাপড়ি নয়, বরং উজ্জ্বল রঙের ব্র্যাক্ট বা পাতার মতো অংশ, যার ভেতরে ছোট সাদা ফুল লুকিয়ে থাকে। গোলাপি, লাল, বেগুনি, কমলা, হলুদ ও সাদা – নানা রঙে এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। কম যত্নেও এই গাছ ভালোভাবে বেড়ে ওঠে, তাই শহর কিংবা গ্রাম – সর্বত্রই এটি সহজে দেখা যায়। শোভাবর্ধন ছাড়াও এটি বেড়া বা প্রাচীর ঘিরে সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত হয়। সূর্যালোকপ্রিয় এই ফুল সারাবছরই ফোটে, তবে গ্রীষ্মকালে এর রঙ আরও বেশি উজ্জ্বল হয়। শুকনো ও উষ্ণ পরিবেশে এই গাছ ভালো থাকে বলে পানি কম প্রয়োজন হয়। পরিবেশকে সুন্দর করে তোলার পাশাপাশি মানুষের মনে আনন্দ ও সতেজতা আনে বাগান বিলাস। এ কারণে এটি শুধু বাড়ির শোভা বাড়ায় না, বরং মানসিক প্রশান্তি দিতেও সহায়ক। তাই বলা যায়, বাগান বিলাস ফুল প্রকৃতির এক অনন্য উপহার, যা সৌন্দর্যের পাশাপাশি জীবনের রঙিন আবহকে আরও সমৃদ্ধ করে তোলে।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1960501691159392609?t=xXYbmam6zYSa34jI236jSA&s=19