কবিতার নাম ♦♦টাকা♦♦
১২ই জ্যৈষ্ঠ ১৪২৮
৩০শে জুন ২০২১ খ্রি:
সেলিনা সাথী
আমি তুমি আমরা সবাই
ভালবাসি টাকা,
টাকা ছাড়া পৃথিবীতে
সবি যেন ফাঁকা।
টাকার কাছে হেরে যায়
ভাল কিংবা মন্দ,
সম্পর্ক ভুলে যায়
টিকে থাকার ছন্দ
টাকা ছাড়া জীবিকা
হয়ে যায় বন্ধ,
টাকা টাকা করে সব
বেড়ে যায় দন্দ্ব।
চুরি করি চোর হই সেও
টাকার জন্য
গর্বিত হয়ে যাই
হয়ে যাই ধন্য।
প্রেম -প্রিতি ভালবাসা
পঁচে হয় গন্ধ,,
টাকার কাছে ওরা যেন
হয়ে যায় অন্ধ।
টাকার কাছ মাবতা
লোপ পাচ্ছে জানি,
বিবেক, বুদ্ধি,মনুষত্ব
হেড়ে যাচ্ছে মানি।
টাকা বাড়ায় ক্ষুধার জালা
টাকা পড়ায় মালা,
টাকার জন্য যাচ্ছে কেটে
কত বধুর গলা।
লেখা- পড়া যাচ্ছে থেমে
সেও টাকার জন্যে,
টাকার জন্য কেউবা দিচ্ছে
নেতার পিছে ধণ্যে।
টাকার জন্য বধু নষ্ট
টাকার জন্য বর,
টাকার জন্য ভেঙে
যাচ্ছে কত সুখের ঘর।
ভাল কাজে টাকা লাগে
মনদ কাজেও টাকা
টাকা ছাড়া কবরে ও
যায়না লাশ রাখা।
থাকতে জীবন টাকা প্রয়োজন
নেইকো টাকার জুড়ি,
সুধের টাকায়,ঘুষের টাকায়
বাড়ছে কারো ভুড়ি।
কেউবা বলে ভালবাসা
যায় যে টাকায় কেনা,
কেউবা বলে টাকার জন্য
যায় যে মানুষ চেনা।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
@steemitblog
@steemcurator01
@steemcurator02
@stephenkendal
Subscribe My Channel on YouTube: https://youtube.com/channel/UC1lAnoejZgfsGXZaaYwNljg