Street Hocker and a history

in Beauty of Creativity3 years ago

street hocker

20210621_165109.jpg

20210621_165104.jpg

ফেরিওয়ালা

মানুষ জীবিকা নির্বাহের জন্য অনেক কিছু করে থাকে। কেউ কামার কুমোর নাপিত মসজিদ উপায় ইত্যাদি ধরনের কাজ করে থাকে।

আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের একটি নির্দিষ্ট মানের কর্ম বিরতি নিতে হয়। আজ আপনাদের গল্প শোনাবো একজন ফেরিওয়ালার।

একজন ফেরিওয়ালার গল্প

একজন ফেরিওয়ালার খুব সকালে ঘুম থেকে উঠে এবং ব্রাশ করার পর সকালে কি নাস্তা শেষ করে। তারপর খুব দ্রুত তাড়াহুড়ো করে জীবিকা নির্বাহের জন্য বেরিয়ে পড়ে কাঁধে একটি বাঁক নিয়ে।

বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন ধরনের মাক্স ব্যবহার করে থাকেন। তাদের এই বাবু কি করে সারাদিন কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হয় গ্রামের পর গ্রাম।

####পণ্য লাগবেগো পণ্য
বিভিন্ন মনোহারী এবং আকর্ষণীয় অন্যগুলো পাবেন আমাদের গাড়িতে। আমাদের কাছে একটি পণ্য নিলে একটি ফ্রি অফার রয়েছে।আমাদের পণ্য খুবই ভালো এবং অনেক দিন ব্যবহার করতে পারেন

আর এভাবেই শতশত কথা বলার পর সারাদিন ফ্রি করতে হয় একটি ফেরিওয়ালাকে।কিন্তু সারাদিন ফ্রি করার পর আবার বাসায় গিয়ে একটু রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে কেননা কালকে আবার গ্রামের পর গ্রাম হেঁটে-হেঁটে ফেরি করতে হবে এবং আমাদের জীবিকা নির্বাহ করতে হবে।

আর এভাবেই কেটে যায় একজন ফেরিওয়ালার সারাটা দিন। মাইলের পর মাইল রাস্তাটাকে পায়ে হেঁটে ফেরি করতে হয় এবং জীবিকা নির্বাহের জন্য চেষ্টা করে যেতে হয় প্রতিনিয়ত।

সুতরাং এক্ষেত্রে সকল ফেরিওয়ালা এবং সকল পেশার মানুষদের কে যথেষ্ট পরিমাণে সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত। কেননা সকল প্রকার মানুষের শ্রমের মূল্য আমাদের দেওয়ার ক্ষমতা নাই।

সুতরাং তাদেরকে ভালোবাসা এবং যথেষ্ট সম্মান এর মাধ্যমে এই সমাজে প্রকাশ করা উচিত

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60893.95
ETH 2351.79
USDT 1.00
SBD 2.54