মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। নাকি দেহ??
আসসালামু আলাইকুম
অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে শুরু করছি আজকের এপিসোড। সুন্দর চেহারা বড় নাকি মন এর সুন্দর স্নেয়??
Source
পৃথিবীটা সুন্দর। আমাদের আশেপাশে কত সুন্দর। সবথেকে সুন্দর সৃষ্টি জগতের এই মানুষ। তবে মানুষ গুলো যত সুন্দর হোক সুন্দর নয় তাদের মন
পৃথিবীতে শুধু সুন্দর হয়ে কি লাভ? যদি মানুষের ভেতরের 8:00 টা সুন্দর না হয়। চারিদিকে যেন অসুন্দরের ছড়াছড়ি। কিন্তু কেন এমন?
আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম আকৃতিতে।কিন্তু আল্লাহ তা'আলা মানুষের ভিতরে যে আত্মা দিয়েছে হয়তো সেটি তেমন সুন্দর নয়। শুধু মানুষের ভেতরের সুন্দর তাই প্রকৃত সুন্দর।
আমরা সুন্দর হওয়ার জন্য পৃথিবীতে কত কিছুই ব্যবহার করি।
চুলকে সুন্দর করার জন্য আমরা প্রতিনিয়ত ব্যবহার করি কন্ডিশনার। পার্লারে গিয়ে আমাদের চুল গুলো সাজিয়ে রাখি নানানভাবে।চুলের বিভিন্ন ধরনের রঙ মাখিয়ে এবং চুলে শ্যাম্পু দিয়ে চুলগুলো বাতাসে উড়িয়ে রাখি।চুলগুলো একটু এলোমেলো হয়ে গেলে যেন আমরা পাগল হয়ে যাই। চুলগুলো ঠিক করার জন্য আবার আমরা পকেটএ চিরুনি ব্যবহার করি। কেউ চুলে হাত দিলে তার খবর আছে। কিন্তু আপনার চুল সুন্দর হয়ে কি হবে। আপনার ভিতরকার মানুষটা যদি সুন্দর না হন!!!
এবারে চলুন দেখা যাক আমাদের চেহারা সম্পর্কিত তথ্য। আমরা আমাদের চেহারা কি সুন্দর করার জন্য প্রতি সপ্তাহে কিংবা প্রতিদিন পার্লারে যায়। ভুরু প্লাগ করে এবং ঠোঁট সুন্দর করার জন্য বিভিন্ন প্রকার লিপস্টিক ব্যবহার করে। চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা আইলাম আস্কারা এবং অনেক কসমেটিক্স সামগ্রী ব্যবহার করি।এমনকি পুরো মুখ সুন্দর করার জন্য আমরা পার্লারে গিয়ে মুখ ফেসওয়াশ করি এবং ফেসিয়াল এর মাধ্যমে আমরা এবং আমাদের পুরো শরীর সুন্দর রাখার চেষ্টা করি
কিন্তু তাতে কি লাভ??
আমাদের চরিত্র এবং আমাদের ভিতরে রাস্তাটা যদি সুন্দর না হয়???
পৃথিবীতে সুন্দর হতে হলে সর্বপ্রথম আমাদেরকে ভালো মন্দ বিচার করতে হবে। কেননা আমরা যদি ভাল মন্দের বিচার করতে না পারে তাহলে আমরা কখনই সুন্দর হতে পারব না।
আর এই ভালো মন্দ বিচার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটি সুন্দর মন থাকতে হবে। আপনার সুন্দর একটি বিবেক এর মাধ্যমে আপনি অবশ্যই আপনি কতটা সুন্দর সেটা জানতে পারেন।
প্রকৃতপক্ষে একটি বিবেকবান মানুষ আমাদের সমাজে খুব অভাব। কেননা আমরা প্রতিনিয়ত ও আমাদের বাহিরের সুন্দর তাকে প্রকাশ করার জন্য প্রতিযোগিতা করে।
কিন্তু আমরা ভিতরটা সুন্দর টা কেউ দেখিনা। মানুষের ভেতরের সুন্দরী বড়।সুতরাং আমরা কখনই মানুষের চেহারা দেখে তার সৌন্দর্যের প্রশংসা করবো না বরং তার ব্যবহার এবং তার মন-মানসিকতা এবং বিবেক দেখে আমরা সেই মানুষের ব্যবহার সম্পর্কিত তথ্যগুলো নিয়ে সুন্দর এর বিচার করব।
তবেই তো @beautyofcreativity কমিউনিটির অগ্রযাত্রা সার্থক হবে। সার্থক হবে আমাদের সুন্দর এবং বিবেক এর দরজা।
আর তাহলে আমরা সাজাতে পারব আমাদের এই পৃথিবীতে সুন্দরতম একটি আকৃতিতে।
|
আমি জহিরুল ইসলাম,টিএমজেড গ্রুপের একজন সুপারভাইজার, সাথে একজন ভাল মানের মনের মানুষ |
---|
•••••সুন্দর করুন আপনার মনকে••
••••• এগিয়ে চলুন সামনের দিকে••
thanks to
@photoman @royalmacro @curators