Covid-19 and our world

in Beauty of Creativity3 years ago

corona-5002341__480.webp
Source

covid-19- করোনাভাইরাস

বিশ্বের একমাত্র আতঙ্কের নাম করোনাভাইরাস। ভাইরাসটি কোথা থেকে এবং কিভাবে উদয় হয়েছে সে সম্পর্কে আমাদের কেউ ই সঠিকভাবে এবং নির্দিষ্ট করে বলতে পারবোনা। তবে আশা করা যাচ্ছে এর উৎপত্তিস্থল হচ্ছে চিন।

করোনা ভাইরাস আমাদের দেশে এবং পুরো বিশ্বকে খুব বেশি হুমকির ভিতর রেখে দিয়েছে।এটি একটি মারাত্মক ধরনের ভাইরাস এবং খুব আক্রান্ত অনুযায়ী মৃত্যুর হার অনেক বেশি।

epidemic-4952933__480.jpg
Source
মারাত্মক এই ভাইরাসটি যেকোনো সময় আমাদের প্রাণ কেড়ে নিয়ে যেতে পারে। তাই সব সময় এই ভাইরাস থেকে আমাদের সঠিক এবং সুরক্ষা চক্র গড়ে তুলতে হবে। এসকল ভাইরাস থেকে বেঁচে থাকার একমাত্র হেফাজতকারী আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা।তার পরেও কিছু সর্তকতা অবলম্বন করে আমরা এই ভাইরাস থেকে খুব সহজেই নিজেদেরকে সুরক্ষা রাখতে পারি।

  • করোনাভাইরাস সবথেকে বেশি ছড়ায় একজনের দেহ থেকে অন্যজনের শরীরে। সুতরাং এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে।

  • সবাইকে বাধ্যতামূলক মাক্স পরিধান করতে হবে এবং সেই মাক্স ব্যবহার করা শেষ হলে নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।একটি মাক্স একদিনের বেশি ব্যবহার করা যাবে না এবং মাক্স ব্যবহার শেষে যেখানে সেখানে অহেতুক ফেলে রাখা যাবে না।

  • দিনে অন্তত প্রতিবার চার থেকে পাঁচবার সাবান এবং সাথে গরম পানি দিয়ে হাত পরিষ্কার পর্যন্ত রাখতে হবে। দিনে কমপক্ষে যতদূর সম্ভব ঘরের ভিতরে থাকতে হবে এবং পরিষ্কার পরিছন্নতা অবলম্বন করতে হবে

  • পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করতে হবে এবং কখনোই একটি পোশাক একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার সেটি গরম পানি দিয়ে না হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে না।

  • সর্বশেষ কথা হল এই ভাইরাসটি সম্পর্কে আমাদের সচেতন সচেতনতা অবলম্বন করতে হবে ।

এই ভাইরাসটি বিশ্বে কত কোটি মানুষের প্রাণনাশ করেছে সেটি বলে বোঝানো সম্ভব হবে না। টিভিতে কিংবা যখন পত্রিকায় এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিংবা মৃতের সংখ্যা বলা হয় যেন এটি কোন অংকের যোগফল নামানো হয়েছে।

virus-4931227__480.webp
Source

সম্মান এবং ভালোবাসা

এই করোনাভাইরাস একটি প্রাণঘাতী ভাইরাস।এ ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই যুদ্ধ করে চলতে হবে।কিন্তু এ সকল যুদ্ধ করতে গিয়ে আমরা অনেকেই হয়তো তাদের নিজের জীবন দিয়ে দিতে দেখেছি

বিশেষ করে শত শত ডাক্তারগণ তাদের নিজের জীবন বাজি রেখে আমাদের পাশে আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী এবং আমাদের দেশের মানুষদের সেবা দিয়ে আসছে।

সকল জনগণ এবং সকল ডাক্তার এই প্রাণঘাতী ভাইরাস সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা সত্ত্বেও তারা আমাদেরকে ভালোবেসে এবং আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত।

মৃত্যু নিশ্চিত এবং অনিশ্চিত জীবন নিয়ে তারা আমাদের পাশে কঠোর পরিশ্রমের মাধ্যমে দিয়ে সেবা দিয়ে আসছে।

সুতরাং সকল ডাক্তার এবং করোনা সেবা কারীদের প্রতি রইল অবিরাম ভালোবাসা এবং শ্রদ্ধা

বেঁচে থাকুক সকল ডাক্তারের শ্রদ্ধা করা সেবা এবং ভালোবাসাগুলো।

টিকে থাকুক তাদের এই সেবা আজীবন।

সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে পর্যন্ত।সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা।

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 81815.05
ETH 3185.92
USDT 1.00
SBD 2.79