BOC ||| ফটোগ্রাফি পোস্ট ||| ব্লক প্রিন্ট শাড়ির ফটোগ্রাফি ||| original writing by @saymaakter.

in Beauty of Creativity2 months ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি এই শীতের সকালে সুস্থ আছেন এবং সুন্দর সময় অনুভব করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশি ভালো আছি এবং সুন্দর সময় অতিবাহিত করছি।

Messenger_creation_DAFDE485-B843-456A-B42F-51A0D3F36695.jpeg


আজকে আমি আবার আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। জানিনা আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগছে? তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে ব্লগ লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়।আজকে আমি আপনাদের মাঝে "ব্লক প্রিন্ট শাড়ির ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার ফটোগ্রাফি গুলো দেখে অবশ্যই আপনাদের সুন্দর ও সুচিন্তিত মতামত দিয়ে সহযোগিতা করবেন।

Messenger_creation_65CEEFC3-6282-47BD-A51E-23FF76C430BE.jpeg

আমার ছোট্ট একটি উদ্যোগ আছে যে উদ্যোগটা নিয়ে বেশ কিছুদিন হলো অনেক ত্যাগ তিতিক্ষা পেরিয়ে চলছি। তবে জানি না কবে মসৃণপথে যাত্রা করতে পারবো। তবে গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করতে পারি এটা ভেবেই নিজেকে অনেক বেশি ভালো লাগে।আমাদের উদ্যোগে এই মুহূর্তে কিছু শাড়ির ব্লক চলছে আর সেই শাড়িগুলোর ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম।

Messenger_creation_FB494580-74A6-430D-85E0-E406EEA5A325.jpeg

নারীরা সবসময় শাড়িকে অনেক বেশি পছন্দ করে আর শাড়িতেই নারীকে অনেক সুন্দর লাগে।আর যদি হয় ব্লক ব্লক প্রিন্টের শাড়ি তাহলে তো আর কথাই নেই।আর এই চিন্তা ভাবনা থেকে আমাদের ব্লকের বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে সব সময় আমরা মার্কেট দখল করে আছি এবং সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে কাজ করে চলছে।

Messenger_creation_3CA7FDD0-65EC-4FA1-8B6D-9BB2AAA4DE3C.jpeg

আমাদের কাস্টমাররা সবসময় ব্লগ প্রিন্টের শাড়ি পেয়ে খুব সুন্দর সুন্দর ফিডব্যাক দেয়। যে ফিডব্যাক গুলো আমাদের সম্পদ আর সেই সম্পর্কে কাজে লাগিয়ে আমাদের এই উদ্যোগকে আরও বড় করার পরিসরে চিন্তাভাবনা করে চলেছি।

Messenger_creation_CC497D73-2E37-402C-BA21-5EED3E16C080.jpeg

পরিশেষে একটি কথাই বলব সেটি হলো আমাদের এই উদ্যোগকে সহযোগিতা এবং সুচিন্তিত পরামর্শ দিয়ে সব সময় সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় একদিন হয়তোবা আমাদের এই গ্রামের মহিলাদের নিয়ে অনেক বড় একটি প্রতিষ্ঠানে রূপ দিতে পারবে।

Messenger_creation_7D450AD4-FD39-491A-9A98-DF68CBDCF2B3.jpeg

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

g6br9NKHvSoC71cm1RJeoJfnbcHGrrVVAnHeFrNCkt7mK8ugfVjqt7jrV1UtQGTBUpd5ZTKLwJ8MKikzoyt73wqU8hTeuPWNf6eSEfgRtm...Psr6wFi7gaaRsJ2AdnZ7K4PcUGcTNTbZqgkQBgSncgC5FTwsJcM6Ls7VG3bHZiik6nXw2VzxfXiEYvGfwWqyB6rsnfh4bDvejo8enAGws1ZrVnzhuHfQtdaSu.webp

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1QzUZYGznMCyQnFD4nxxwFrVspj7L3tgoPevhHPr4eBxzjMVQeEEC4BZAN5YLBtp6jWcr1kB2hTZfVgS2.png

Sort:  
 2 months ago 

Hi, @saymaakter

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

 2 months ago 

আমি shy-foxকে ১০% বেনিফিসারি দিয়েছি।তাহলে কি ১০% বেনিফিসারি beauty of creativity কে দিতে হবে।

 2 months ago 

This photograph you took touched my heart because it has realism and depth. Thank you Creative for sharing this amazing photography

 2 months ago 

Thank you so much my dear brother.

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.26
JST 0.040
BTC 97675.57
ETH 3609.37
USDT 1.00
SBD 3.31