রক্ত করবীফুলের কিছু ফটোগ্রাফি। 10% to @beautycreativity
গতকাল ৩০০ ফিটে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গাড়ি থামিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। আর তখনই রাস্তার মাঝে ফুটে থাকা এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
এই উলকে ইংরেজিতে উলেন্ডার বলা হলেও বাংলাতে এর নাম করবী বা রক্ত করবী। আর আজকে আপনাদের মাঝে সেই ফুলের ফটোগ্রাফি শেয়ার করতেই এসেছি। এই গাছ রোদ পছন্দ করে। সেই সাথে তাপ ও গাড়ির গরম হাওয়াকেও নিষ্কাশিত করে বলে রাস্তার মাঝে এই গাছ লাগানো হয়ে থাকে।
Camera | iPhone 14 |
---|---|
Photographer | @sayeedasultana |
Location | Dhaka,Bangladesh |
https://x.com/SayeedaSul40871/status/1869020291223204299