ডাই :- ক্লে দিয়ে তৈরি পুতুল।

in Beauty of Creativity22 days ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম বন্ধুরা , কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি নিজেও খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির একটি পোস্ট নিয়ে আসলাম। আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটি ডাই শেয়ার করব। আমি মূলত ক্লে দিয়ে তৈরি করেছি। ক্লে দিয়ে বিভিন্ন জিনিসপত্রগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য ভাবলাম আপনাকে আমার যে কিছু একটা তৈরি করে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে।

1000007927.jpg

উপকরণ

• ক্লে
• গাম
• কাঁচি

1000007855.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি হালকা গোলাপি কালারের কিছুটা ক্লে নিলাম। এরপর ক্লে দিয়ে ছোট একটি টেডির মাথার অংশ নিয়ে নিলাম।

1000007887.jpg

ধাপ - ২ :

এরপর একই ভাবে ছোট ছোট করে ক্লে দিয়ে কান গুলো দিয়ে দিলাম।

1000007890.jpg

ধাপ - ৩ :

এরপর লাল এবং কালো কালারের ক্লে দিয়ে চোখ এবং নাক দিয়ে দিলাম।

1000007892.jpg

ধাপ - ৪ :

এরপর সবুজ এবং লাল কালারের ক্লে দিয়ে একটি স্ট্রবেরি বসিয়ে দিলাম মাথার উপরের অংশে।

1000007897.jpg

শেষ ধাপ :

1000007927.jpg

এভাবে আমি পুরো ডাই করা শেষ করি। আশা করবো আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ

Sort:  
 22 days ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে ক্লে দিয়ে পুতুল তৈরি করেছেন। আপনার তৈরি করা পুতুল দেখে অনেক ভালো লাগলো।

 21 days ago 

আপনি অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে একটি খুব সুন্দর পুতুল তৈরি করেছেন। আমার কাছে ক্লে দিয়ে জিনিস বানাতে খুবই ভালো লাগে। আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।

 20 days ago 

Wow, you made a really cool clay doll. Great to see your doll's two skills. Thank you for sharing

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67383.45
ETH 3525.45
USDT 1.00
SBD 2.70