Some Photographs Of Aloe Vera Plant|| BOC|| September -07/09/2022||

in Beauty of Creativity2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না। আজ আপনাদের সামনে তুলে ধরব আমার বাড়ির ছাদ বাগানের অ্যালোভেরা গাছের কিছু ফটোগ্রাফি। আর তার সাথে থাকবে টুকটাক আলোচনা। আশা করছি আপনাদের ভালো লাগবে।

InShot_20220907_151352726.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

গত বছর আমার ছোট কাকুর বাড়ি থেকে একটা ছোট এলোভেরা গাছের চারা নিয়ে এসেছিলাম। এবং আমাদের বাড়ির নিচে মাটিতে সেটাকে পুঁতে দিয়েছিলাম। তবে বিশেষ কোনো পরিচর্যা করা হয়নি কখনোই। সাধারণত এলোভেরা গাছের তেমন কোন বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। সামান্য একটু আলো, আর অল্প পরিমাণে জল পেলেই প্রচুর বেড়ে ওঠে। আমার এলোভেরা গাছের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল। গাছ লাগানোর চার মাসের ভিতরেই এত পরিমানে ছোট ছোট অ্যালোভেরা গাছের ঝাড় হয় যে সেগুলোকে নিয়ে কি করব রীতিমতো চিন্তায় পড়ে যায়।

InShot_20220907_151420057.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220907_151437197.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম এখান থেকে কিছু ভালো চারা বেছে নিয়ে ছাদে লাগাবো। তবে ছাদে প্রচন্ড পরিমাণে রোধ থাকার কারণে এলোভেরা গাছ বাঁচানো মুশকিল হয়ে পড়ছিল। তবে কিছুদিন আগে আবার নতুন চারা লাগিয়ে ছায়ায় রেখে দিয়েছিলাম। এবং বিগত বেশ কিছুদিন ধরে প্রচন্ড রকম বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো অনেক সুন্দর এবং বড় হয়ে উঠেছে। যাই হোক আর বেশি কথা না বলে চলেন আজকের ফটোগ্রাফি গুলোকে এক এক করে দেখে নেওয়া যাক।

InShot_20220907_151456190.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220907_151616628.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220907_151516393.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220907_151607563.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220907_151546198.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ সবাইকে

Sort:  

Defending our natural habitat.🙏👍

 2 years ago 

Thank you

Sowing good seeds🌱 and re-sharing great posts like this on our page.

 2 years ago 

Thank you so much

 2 years ago 

অ্যালোভেরার খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

❤️

 2 years ago 

❤️❤️🌸

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 61420.98
ETH 3276.21
USDT 1.00
SBD 2.47