বারাসাতের কালী পূজা।। পর্ব -০১।। BOC।। অক্টোবর-৩০/১০/২০২২।।

in Beauty of Creativity2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না। আপনারা অনেকেই জানেন যে বারাসাত কালী পূজার জন্য কতটা বিখ্যাত। এবারও তার ব্যতিক্রম হয়নি। কালী পুজোতে এবারও বারাসাতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বেশ কিছু বিখ্যাত পূজা মন্ডপে বড় বড় থিমের পুজো করা হয়। তবে সেগুলো আমি ABB গ্রুপে পোস্ট করব পরপর। এই গ্রুপে শুধুমাত্র ছোট ছোট প্যান্ডেল গুলো শেয়ার করা হবে। চলুন তাহলে শুরু করা যাক।

20221027_181442.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

আজকের পুজো প্যান্ডেলটা ঠিক বারাসাতের নয়। এটা হৃদয়পুর স্টেশনের কাছে একটি ছোট পূজা মন্ডপ থেকে তোলা। এই পূজা মন্ডপটি প্রতিবছর ছোট থিম এর পুজো করলেও, তাদের কিছু না কিছু চমক অবশ্যই থাকে। যেমন এবারে তাদের থিম ছিল নৌকা। তবে যে সে নৌকা না, রীতিমতো রাজকীয় নৌকা। যেটাতে চড়ে স্বয়ং মা কালী মন্দিরে পদার্পণ করেছেন। এবং এই বছর মা কালীর মূর্তি তে ও বিশেষ ভিন্নতা দেখা গিয়েছিল। এবারের মা কালী তারা পাটের আঁশ দিয়ে তৈরি করেছিল মাটির বদলে। যেটা দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লাগছিল। তবে আগের বছর যেরকম জমজমাট লাইটিং এর ব্যবস্থা করেছিল এবার সেরকম কিছু করেনি। তবে দেখতে কিন্তু একবার খারাপ লাগছিল না। এই পূজা মন্ডপের সবথেকে একটা ভালো এবং আকর্ষণীয় দিক হলো তারা প্রতিবছর স্টেশনের মানুষজনদের তথা গরিব মানুষদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চলুন তাহলে আর বেশি কথা না বলে পূজা মন্ডপের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

20221027_181518.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221027_181457.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221027_181507.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221027_181524.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221028_185136.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 2 years ago 

You have done a very nice photography. The temple looks very beautiful in Kali Puja.

 2 years ago 

Thank you brother for your valuable feedback 😌

 2 years ago 

Wao good Idea of photography i like your photography

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66