Kolkata Victoria Memorial||BOC||March 29/03/2022||Episod- 02||10% Beneficial to @beautycreativity.

in Beauty of Creativity2 years ago

Hello friends,
কেমন আছেন সবাই..? আশাকরি সবাই খুব ভাল আছেন, সুস্থ আছেন। গতকাল থেকে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নতুন পর্ব শুরু হয়েছে। টানা কিছুদিন এই নিয়ে আলোচনা হতে থাকবে। এবং আমি চেষ্টা করবো কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সব কিছু তুলে ধরা আপনাদের সামনে। সম্ভাবত কাল থেকে আমরা museum এর ভেতরের জিনিষ গুলো দেখানোর চেষ্টা করবো। আজ বাইরের কিছু জায়গা দেখানো বাকি ছিলো ঐগুলো নিয়েই আলোচনা করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।

20220317_130716.jpg
কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এ প্রবেশের 2টি রাস্তা রয়েছে একটি হলো front side অন্যটি back side। এখানে প্রবেশের টিকিট মূল্য 40 টাকা। সারাদিন কাজে ব্যস্ত মানুষ কিছুটা ভালো সময় কাটানোর জন্য এখানে যায়। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে মন ভরে যেতে বাধ্য।
20220317_130516.jpg
স্থাপত্যের পেছন দিয়ে প্রবেশ করলেই দেখা যায় লর্ড কার্জনের মূর্তি । যিনি ঘোড়ার উপর বসে আছেন। অসাধারণ এই স্থাপত্যটি দেখলে কিছু সময়ের জন্য চোখ ফেরানো মুশকিল হয়ে যাবে। পাথরের তৈরি এই স্থাপত্যটি 1916-1921 সাল এর মধ্যে কোনো এক সময়ে তৈরি করা হয়েছিল।

20220317_171157.jpg
এই ছবিটি তোলা হয়েছিল সূর্য ডোবার কিছুটা আগের মুহূর্তে। ভিক্টোরিয়া মেমোরিয়াল এর পূর্ব দিকে থেকে তোলা এবং পাশে একটি অসাধারণ ফোয়ারা যা ছবিটির সৌন্দর্য আরো অনেকে গুনে বাড়িয়ে দিয়েছে।

20220317_170938.jpg
এই ফোয়ারা টা সারা দিন চলতে থাকে। তবে সন্ধ্যা হলেই এর সাথে লাইটিং এর বাবস্থা করা হয়। সন্ধ্যা অব্দি না থাকার কারণে ওই ফটো গুলো তুলতে পারি নি। তবে এই ফোয়ারার জল খুবই সুন্দর ছিল বটে।

20220317_172939.jpg

এছাড়াও কিছু ফটো রয়েছে যেগুলো নিয়ে আসলে বিস্তারিত বলার মতো কিছু নেই।পর পর একটা একটা করে সব ফটো গুলো আপনাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে কিছু ফটো রয়েছে পার্কের আর কিছু ফটো রয়েছে পার্কের বাইরের। আশা করছি সব ফটো গুলো ভাল লাগবে আপনাদের।
20220317_172653.jpg

◆●●●◆

20220317_171046.jpg
◆●●●◆

20220317_170838.jpg
◆●●●◆

20220317_172545.jpg
◆●●●◆

20220317_141935.jpg
আজকের ব্লগ এই পর্যন্ত। আশা করছি ফটো গুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন।

◆●●ধন্যবাদ সবাইকে●●◆

Sort:  
 2 years ago 

You have shared some photography of a very beautiful place. In fact, the kalkata Victoria Memorial has never been seen. But I got to see through your photography. Thank you very much.

 2 years ago 

One by one I will show everything about kolkata victoria memorial... Today it will be the 3rd episode about that... And it's museum part is starting from today... Stay connected to know and see about it.. thank you

 2 years ago 

The photographs of the Calcutta Memorial Victoria building have been remarkable. The atmosphere around the building is very wonderful. I was very impressed to see what you have. Thank you so much for sharing so many beautiful photographs.

 2 years ago 

Thank you bro... Stay connected

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 61123.62
ETH 2642.27
USDT 1.00
SBD 2.59