এইবার আর সেই ভাবে পূজোর শপিং হচ্ছে না।
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে এই পূজোর সময় শপিং রিলেটেড কিছু কথা শেয়ার করবো। প্রত্যেক বছরই পূজোর সময় আমি অনেকগুলো করে ড্রেস কিনে থাকি। তবে এইবার কেমন জানি খুব বেশি ড্রেস কেনার ইচ্ছে করছে না। অন্যান্য বার পুজোর এরকম সময়টাতে অনেকগুলো অর্ডার অনলাইনে করি তারপর অফলাইনে গিয়ে অনেক দেখাশুনা করে পছন্দ হলে কিনে নিয়ে আসি। কিন্তু আর পূজোর কিছুদিন বাকি থাকলেও এখনো পর্যন্ত একটা ড্রেসও আমার কেনা হয়নি। এখনো আমি অনেকটা কনফিউশনে রয়েছি এই কেনাকাটা নিয়ে। আসলে সব পূজোর সময় কেনা হলেও এই পূজোটা একটু আমার জন্য আলাদা। এর আগের দিন আমি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করেছিলাম। সেখানে জানিয়েছিলাম আমার এক দাদু মারা গেছে। সেজন্য মনটা একটু খারাপ ছিল এখনো খারাপ আছে। আর অন্যান্য সাংসারিক চাপের কারণেও পূজোর শপিং করার মুড কেমন জানি কমে গেছে। তবে এখনো পূজোর বেশ কিছুদিন বাকি রয়েছে। দেখা যাক কি করলে ভালো হয়। পূজোর সময় সাধারণত নতুন বস্ত্র করার একটা রীতি রয়েছে আমাদের। এখন সেই রীতি রক্ষা করার স্বার্থে হলেও হয়তো দু একটা নিতে পারি কিন্তু অন্যান্য বার যেমন শপিং করা