ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।।

in Beauty of Creativity3 days ago

salt-harvesting-3060093_1280.jpg

সোর্স

আমরা আমাদের জীবনের অধিকাংশ কাজ করার ক্ষেত্রেই তেমন একটা ভাবি না। না ভেবেই করি বলে আমাদের পরবর্তীতে অনেক দুঃখ প্রকাশ করতে হয়। আমাদের আসলে ছোটবেলা থেকেই এই অভ্যাসটা তৈরি করে নেওয়া উচিত, যে কোন কাজ করার আগে ভেবে করা উচিত। ভেবে চিন্তে কোন কাজ করলে সেই কাজটা যেমন সুন্দর হয়, তেমন সেই কাজের ফলাফলও ভালো হয়। তবে আমরা এই বিষয়টা জানলেও মানতে ঠিক চাইনা। আমাদের করা বিভিন্ন কাজের জন্য আমাদের পরবর্তীতে আফসোস করতে হয়। কিন্তু এই আফসোসের পিছনে কিন্তু অন্য কারো হাত থাকে না। আমাদের নিজেদেরই ভুল থাকে। কারণ আমরা নিজেরা ভেবে কাজ করি না। আমাদের যে কোন ধরনের কাজ করার ক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করা উচিত। সেটা না করলে পরবর্তীতে আপসোস করে কোন লাভ হবে না। আমরা মানুষ বুদ্ধিতে সেরা সব প্রাণীর থেকে। আমাদের যেহেতু বিচার বুদ্ধি করার ক্ষমতা রয়েছে তাই যেকোন কাজ আমাদের ভেবেচিন্তে করা উচিত।আমরা অনেক সময়ই ভাবনা চিন্তা না করে অন্যের ক্ষতি করে ফেলি। সেই ক্ষেত্রেও আমাদের অনেক সাবধান থাকতে হবে এবং সচেতন হতে হবে। অন্যের ক্ষতি করা বা অন্যের ক্ষতি হতে পারে এরকম কোন কাজ করা যাবে না। নিজের ভালোর পাশাপাশি অন্যের ভালোও চিন্তা করতে হবে। কাউকে কোন কথা বলার ক্ষেত্রেও চিন্তা করে বলতে হবে। কারো মনে দুঃখ দেওয়া কখনো উচিত কাজ না। আমরা যদি আমাদের জীবনের সব কাজগুলো ভেবেচিন্তা করি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হতে পারে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56905.43
ETH 2398.24
USDT 1.00
SBD 2.26