মাছের বাজারে কাটানো কিছু সময় এবং তার ফটোগ্রাফি।। BOC।। ১০% বরাদ্দ @boc এর জন্য।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।
প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না।
আজ আপনাদের সামনে শেয়ার করব মাছের বাজারে কাটানো কিছু সময় এবং ওই সময় তোলা কিছু মাছের ফটোগ্রাফি নিয়ে। আশাকরি আপনাদের ভালো লাগবে।
যেহেতু আমি ফিশারি ডিপার্টমেন্টের স্টুডেন্ট সুতরাং আমাকে নিয়মিতই মাছের বাজারে মাছের কোয়ালিটি পরীক্ষা করতে যেতে হয়। তবে প্রতিদিন তো আর মাছের টপিক্স শেয়ার করা যায় না। বিভিন্ন টপিকস শেয়ার করতে হয়। তবে আজ মনে হলো মাছ নিয়ে একটা পর্ব তৈরি করা যাক। যদিও কিছুদিন আগে আমি মাছ নিয়ে আরো একটি পর্ব শেয়ার করেছিলাম এবং বিভিন্ন মাছের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক এবং তাদের হ্যাবিট নিয়ে আলোচনা করেছিলাম। তবে আজ বিস্তারিত আলোচনা করব না, শুধু ফটোগ্রাফি শেয়ার করব।
এর মধ্য কিছু মাছ রয়েছে মিষ্টি জলের মাছ, আবার কিছু রয়েছে বাকি ব্রকিশ ওয়াটার এর মাছ এবং অধিকাংশই সামুদ্রিক মাছ। তবে যেহেতু এটি বিশাল বড় আরত সুতরাং এখানে সব ধরনের মাছি পাওয়া যায় এবং তা পাইকারি রেটে। চলুন তাহলে এক এক করে দেখেনি ফটোগুলো।
Camera 📷: SAMSUNG
Model:M31s.
Place:KOLKATA.
যাইহোক আজকের পর্ব এপর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি মন্তব্য আমাকে নতুন এবং ভাল কিছু করার উদ্যোগ যোগায়।
Looking at the pictures, it seems that he had a good time in the fish market. I can see many species of fish in your picture. You took the pictures in a very beautiful way.
Thank you brother for your most valuable comment 😊... Stay connected
Papgooi!🎣 We've resteemed this gem. 👍
Ok