শহরের দূষিত পরিবেশ

in Beauty of Creativity7 days ago

pollution-3075857_1280.jpg

Source

জীবন জীবিকার তাগিদে আমাদের শহরে এসে বসবাস করা। এই শহরে আসার পর থেকে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীনও হতে হয়। এই শহরে বিশুদ্ধ হাওয়া, বিশুদ্ধ পরিবেশ পাওয়া খুবই মুশকিল ব্যাপার। গ্রামে থাকার সময় যে সজীব নিঃশ্বাস আমরা গ্রহণ করতাম এই শহর আসার পর সেটা একদমই পাওয়া সম্ভব নয়। কারণ চারপাশের পরিবেশ প্রচন্ডভাবে দূষিত শহরের বিভিন্ন জায়গার। শহরে এসব ব্যবস্থাপনার জন্য সরকারি অনেক সংস্থা রয়েছে কিন্তু তারপরও এই ব্যাপারগুলো সঠিকভাবে মেনটেন করা হয় না। মানুষজন এই সমস্যা সৃষ্টি করেছে তারা তাদের আবর্জনা গুলো যেখানে সেখানে ফেলে দেয় সেই জন্য শহর দিনের পর দিন দূষিত হয়েই চলেছে। এই দূষিত পরিবেশে থাকার কারণে মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ে নানা রোগের দেখা যায় এইসব কারণে। শহরে বসবাস করতে হলে এইগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্যার মধ্যেই পড়ে তবে এর সমাধানও আমাদেরই করতে হবে। পরিবেশ দূষণের মূল কারণ আমরাই তাই আমাদেরই সচেতনতা বৃদ্ধি করতে হবে। আসলে নিজ সচেতনতা বৃদ্ধি ছাড়া কোনভাবেই এই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়। যেসব কারণে পরিবেশ দূষণ হয়ে থাকে সেই বিষয়ে মানুষের ভিতর সচেতনতা দরকার আমরা যদি সচেতন নাগরিক হয়ে উঠি তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। সুস্থতা জীবনে সবথেকে বড় বিষয় আর এই শহরের দূষিত পরিবেশের সুস্থতা থাকা সম্ভব নয় তাই সচেতন নাগরিক হওয়া উচিত এবং পরিবেশকে সুন্দর ভাবে রাখা আমাদেরই দায়িত্ব। সবাই যে যার জায়গায় পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করলে আমাদের এই শহরের পরিবেশটাও অনেক সুন্দর হয়ে উঠবে। হয়তো দূষিত পরিবেশের হাত থেকে আমরা তখন রক্ষা পাবো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56905.43
ETH 2398.24
USDT 1.00
SBD 2.26