টাইম ম্যানেজমেন্ট

in Beauty of Creativity12 hours ago

time-2980690_1280.jpg

Source

টাইম ম্যানেজমেন্ট শব্দের সাথে আমরা সবাই পরিচিত। আসলে টাইম ম্যানেজমেন্ট শব্দটা আমরা জানি কিন্তু টাইম কি করে ম্যানেজ করতে হয়, সেই সম্পর্কে আমাদের নলেজ খুবই কম আছে। আসলে আমাদের জীবনে চলার পথে আমরা যদি টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা না শিখতে পারি তাহলে আমাদের নিত্যদিনের কাজগুলো আমরা গুছিয়ে করতে পারবো না। আমাদের এখন জীবন অনেক কর্ম ব্যস্ত। আমাদেরকে দিনে হাজারো রকম কাজ করতে হয়। তাই টাইম ম্যানেজমেন্ট খুব জরুরী । টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা শিখতে পারলে আমরা আমাদের সব কাজগুলো যথাযথভাবে গুছিয়ে ফেলতে পারবো। তাছাড়া কোথায় কেমন সময় দিতে হবে, সেই সম্পর্কেও ধারণা লাভ করতে পারি। জীবনে যদি আমাদের সফল হওয়ার চিন্তা থাকে তাহলে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই শিখতে হবে। যারা সফল ব্যক্তি রয়েছে তারা সবাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে খুব সচেতন থাকে। আসলে আমাদের নিত্যদিন চলার পথে বিভিন্ন ডিস্ট্রিকশন আমাদের কাছে এসে হাজির হয়ে যায়। সেইগুলো আমাদের লাইফ থেকে কিছুটা সরিয়ে দিতে হবে তা না হলে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবোনা। ইদানিংকালে সব থেকে বড় সমস্যার মধ্যে পড়ে মোবাইল নিয়ে টাইম অপচয় করা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা টাইম ম্যানেজ করতে পারবো না, যদি আমরা এই কাজ করি। তাই এইগুলো আমাদের জানতে হবে এবং কি করে মোবাইল ব্যবহার কমাতে হয়, সেটা জানতে হবে। তাছাড়া যেমন আমাদের এক কাজ অনেক সময় ধরে করতে ভালো লাগে না, সে ক্ষেত্রে কিছু সময় বিরতি নিয়ে পুনরায় করতে হবে। এরকমটা করলে আমাদের কাজের প্রতি আগ্রহ থাকবে। তাছাড়া কাজও আমরা করতে পারবো অনেক। আর সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টও হয়ে যাবে। আসলে আমাদের প্রত্যেকেরই টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা শিখা উচিত। ছোটবেলা থেকেই আমাদের ভেতর যদি টাইম ম্যানেজমেন্ট ব্যাপার সম্পর্কে সচেতন করা হয় তাহলে বড় হয়ে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57190.65
ETH 2409.68
USDT 1.00
SBD 2.28