মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো দরকার

in Beauty of Creativity5 days ago

sunset-1807524_1280.jpg
Source

মানুষ দলবদ্ধ ভাবে বসবাস করে, একে অন্যের নিরাপত্তার জন্য। একসাথে সবাই মিলে বসবাস করলে কারোর বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়তে পারে এবং তাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। আমাদের জীবন দশায় আমরা বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়ি। এই সময় নিজের কাছের লোক, প্রতিবেশীরাই রক্ষা করে আমাদের । আমরা যে বিপদগুলোর মধ্যে পড়ে থাকি তার মধ্যে প্রতিবছর ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগও একটি। প্রত্যেক বছরই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে। প্রাকৃতিক দুর্যোগের উপর কন্ট্রোল আমাদের কারোই নেই , তবে প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী সময়ে আমরা সাহায্যের হাত বাড়িয়ে এককে অন্যকে বাঁচিয়ে রাখতে পারি। বর্তমানে বর্ষাকাল চলছে, আর এই বর্ষার সময় বিভিন্ন জায়গায় বন্যার প্রকোপ দেখা দিয়েছে। ভারত, বাংলাদেশ এই দুই দেশেই এখন বন্যা দেখা যাচ্ছে এবং মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এইসব আর্তনাদ দেখে নিজেরও খুব খারাপ লাগছে। এই সময় আসলে যারা ভালো অবস্থানে আছে তাদের ওইসব লোকদের দ্রুত সাহায্য করা উচিত এবং তাদের বন্যার কবল থেকে নিরাপদে সরিয়ে আনা উচিত। অতিরিক্ত বৃষ্টির কারণে আসলে এই ব্যাপার গুলো ঘটে থাকে। এই বন্যায় লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে যায় এবং কোন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু সেখানে গিয়ে খাবার, জল এসব তারা পায় না। তাই সেই সময় এইসব ত্রাণ দিয়ে আমরা তাদের সাহায্য করতে পারি। এই সময় বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। তাদের কাছে আর্থিক সাহায্য বা অন্য কোন উপায়েও আমরা ওইসব অসহায় মানুষদের সাহায্য করতে পারি। এই সময় সবার কাছে অনুরোধ থাকবে যার যেমন সামর্থ্য আছে , সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো জন্য। আর যদি আমরা অসহায় মানুষের পাশে না দাঁড়াই, আমরা যদি কখনো অসহায় হয়ে পড়ি অন্য মানুষও আমাদের পাশে এসে দাঁড়াবে না। তাই মানুষের জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করা উচিত।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63122.96
ETH 2686.06
USDT 1.00
SBD 2.57