জংলী হলুদ ফুলের কিছু ফটোগ্রাফি।। BOC।। আগস্ট -১২/০৮/২০২২।।

in Beauty of Creativity2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে।আমি অধিকাংশ সময় বিভিন্ন ফটোগ্রাফি বেশি শেয়ার করি, কারন আমার ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। সামনে ভালো ফটোগ্রাফি করার মত কিছু পেলে তা ক্যামেরাবন্দি করতে একদমই ভুল হয়না। আজকের পর্বে থাকছে জংলি হলুদ ফুলের কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।

InShot_20220811_190354739.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এই বর্ষার সময় আসলেই এমন নতুন নতুন ফুল দেখা যায়, যা সারা বছর খুজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। যেখানে ফুল গাছ হওয়ার কথা ছিল না। বর্ষা আসলেই কোথা থেকে জানি সেখানে ফুলের গাছ গজিয়ে যায় এবং নতুন এক ধরনের ফুলের উদ্ভব হয় যা হয়তো আমি আগে কখনো দেখিইনি। ঠিক এই ফুলের ক্ষেত্রে আমার সেই একই ব্যাপার হয়েছে। আসলে এই ফুলগুলোর নামই জানিনা আমি হঠাৎ করে বাড়ির পাশে এক ঝোপের ভিতরে দেখতে পেলাম।

InShot_20220811_190437017.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

ফুল গুলো দেখতে সুন্দর হলেও এর গাছে একটু সমস্যা আছে। সাধারণত গাছগুলো খুব ছোট ছোট হয়। তবে ফুল এবং পাতায় হাত দিয়ে দেখলাম হাত চুলকাচ্ছে আমার। সুতরাং অনুমান করে নিলাম হালকা বিষাক্ত হলেও হতে পারে। সুতরাং রিস্ক নিয়ে আর ফুল তুললাম না। তার থেকে বরং কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে নিলাম যাতে পোস্ট করা যায়।

InShot_20220811_190501318.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক সবুজের সাথে হলুদের কম্বিনেশন খুব সুন্দর লাগছিল। তবে এই ফুলগুলো এর আগে আমি কখনো চোখে দেখিনি। জীবনে প্রথমবার দেখলাম আর কি। যাই হোক আর বেশি কথা বলবো না চলুন আজকের ফটোগ্রাফি গুলো এক এক করে দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের খুব পছন্দ হবে ফটোগ্রাফি গুলো।

InShot_20220811_190655860.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220811_190628013.jpg
স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220811_190534892.jpg

স্থান: কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল । আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

Onek darun photography korechan

 2 years ago 

Thank you so much apu

 2 years ago 

Your photography was very beautiful I was really impressed to see your photography

 2 years ago 

Thank you for your comment brother 😊

 2 years ago 

ফুল গুলো দেখতে অনেক সুন্দর। অনেক ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত এর জন্য।

 2 years ago 

ফুলটা তো অনেক সুন্দর, আমার মনে হয় এই ফুলের সৌন্দর্যের সাথে নামের মিল নেই। ফুলটি কিন্তু সুন্দর আছে। ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

এটা ঠিক বলেছেন। ফুলের সৌন্দর্যের সাথে নামের বিশেষ কোনো মিল নেই। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি এক কথায় মনোমুগ্ধকর 😍।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ফুলটি হলুদ রং হওয়ার কারণে দেখতে খুবই ভালো দেখাচ্ছে ভাইয়া। এই ধরনের ফুলগুলো আমার খুবই ভালো লাগে

 2 years ago 

হলুদ রঙের ফুল সবার খুব ভালো লাগে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত এর জন্য।

 2 years ago 

I really lost my language when I saw the photography of flowers

 2 years ago 

Thank you brother ☺️

 2 years ago 

This is a beautiful plant, my friend, the flowers are also very good.

 2 years ago 

Thank you 😊

 2 years ago 

জংলি হলুদ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39