দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি || পর্ব -০১

in Beauty of Creativity2 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। কয়েক মাস আগের কথা হবে আমি আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দেয়ার উদ্দেশ্যে গেছিলাম। পুজো দেওয়ার উদ্দেশ্য নিয়ে গেলে একটু সকাল সকাল যেতে হয় এখানে। আমরা সেদিন অনেক সকালে যাওয়ারই প্লান করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেছিল আমাদের সেখানে গিয়ে পৌঁছাতে। এই মন্দিরে এর আগেও আমি অনেকবার গেছি বন্ধু-বান্ধব এবং ফ্যামিলির সাথে। প্রতিদিন এই মন্দিরে হাজার হাজার মানুষ পুজো দেওয়ার জন্য যায়। নিজেদের মনোকামনা পূর্ণ করার জন্য মা কালীর কাছে প্রার্থনা করে। প্রতিদিনই খুব সকাল থেকে এই মন্দির প্রাঙ্গণে অনেক ভিড় থাকে কিন্তু বৃষ্টির কারণে সেদিন আমরা যখন সেখানে গিয়ে পৌঁছেছিলাম তখন কিছুটা ভিড় কম ছিল। আমাদের যাওয়ার ৩০ মিনিট পরই আবার প্রচন্ড ভিড় হয়ে যায় মন্দিরের মধ্যে। সেখানে পৌঁছানোর পর মূল মন্দিরের মধ্যে প্রবেশের পূর্বে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেই ফটোগ্রাফি গুলো এখন শেয়ার করলাম । এছাড়াও আরো অনেক ফটোগ্রাফি করেছিলাম সেই দিন সেখানে ঘোরাঘুরি করে সেগুলো পরবর্তী কয়েকটি ব্লগে পর্বের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব।

20220808_084756.jpg

20220808_084749.jpg

Camera:SAMSUNG

Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Dakshineswar Kali Temple , Kolkata, West Bengal.

20220808_084601.jpg

20220808_084628.jpg

20220808_084631.jpg

Camera:SAMSUNG

Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Dakshineswar Kali Temple , Kolkata, West Bengal.

20220808_084636.jpg

20220808_084658.jpg

20220808_084711.jpg

Camera:SAMSUNG

Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Dakshineswar Kali Temple , Kolkata, West Bengal.

বন্ধুরা, আজকের শেয়ার করা দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🛕ধন্যবাদ সবাইকে🛕

Sort:  
 2 years ago 

Dakshineswar Kali Mandir photography is pretty awesome. I like it very much. The pictures look very nice. Thank you very much for sharing with us.

 2 years ago 

Thank you very much brother for appreciating the photographs.

 2 years ago 

Beautiful place i want to visit this place too.

 2 years ago 

Yes you can come here to visit the place.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61497.04
ETH 2478.29
USDT 1.00
SBD 2.66