Thuja/ Morpankhi Plant (মোরপঙ্খী উদ্ভিদ) || 05 /04/2022 || 10% Beneficial to @BOC
বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো ? আশা করি সবাই সুস্থ সুন্দর এবং স্বাভাবিকভাবে দিন কাটাচ্ছো । এই গরমে সবার সুস্থ থাকা অনেক কঠিন একটা কাজ কিন্তু তারপরও সবাইকে সুস্থ থাকতে হবে । বন্ধুরা গতদিনের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি পুরী থেকে পুরী ভ্রমণ শেষে বাড়ি আসার পর আমাকে নিয়ম করে কলেজ করা লাগছে । এজন্য অধিকাংশ সময় এখন আমার কলেজেই যাচ্ছে । কলেজে ব্যস্ত সময় কাটানোর জন্য কোথাও বাইরে গিয়ে ফটোগ্রাফি করা হচ্ছে না। তাই ভাবলাম কলেজ ক্যাম্পাসের আশেপাশে যেসব ফটোগ্রাফি করার মত জায়গা রয়েছে সেসব ফটোগ্রাফি করে তোমাদের সাথে শেয়ার করি ।
আজ তোমাদের সাথে কলেজ ক্যাম্পাস থেকে নেওয়া Morpankhi Plant এর ফটোগ্রাফি শেয়ার করব ।এই উদ্ভিদ সাধারণত বাগানে ,পার্কে, রাস্তার পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য রোপন করা হয়।
আমাদের কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই Morpankhi Plant চারপাশে সারি সারি ভাবে লাগানো রয়েছে।
মোরপঙ্খী উদ্ভিদটি হল দেখতে ঘন, শঙ্কু থেকে স্তম্ভাকার । বয়স বাড়ার সাথে সাথে উদ্ভিদটি খুলতে থাকে । এশিয়ার চিরসবুজ মোরপঙ্খী এমন একটি উদ্ভিদ যা ভারতের প্রতিটি ছোট বাগানে পাওয়া যায় ।মোরপঙ্খী সাইপ্রেস পরিবারের অন্তর্গত । এটি সাধারণত একটি ছোট , ঝোপঝাড় হিসাবে জন্মায় তবে এটি 20 to 50 ফুট লম্বা হতে পারে এবং প্রস্থে 10 ফুট থেকে 15 ফুট পর্যন্ত হতে পারে । এদের বৃদ্ধির হার কিছুটা ধীরগতিসম্পন্ন। ত্রিভুজাকার স্কেলের মধ্যে হলুদ -সবুজ পাতা গুলো চ্যাপ্টা স্প্রে হিসেবে শুরু হয় এবং বয়স বাড়ার সাথে সাথে গাড় সবুজ বর্ণের হয়ে যায় এবং শীতকালে পাতার বর্ণ ব্রোঞ্জ হয়ে যায়।থেঁতলে গেলে এর পাতা থেকে গন্ধ বের হয়। এর বাকলের রং গাঢ় বাদামী বর্ণের। মোরপঙ্খী উদ্ভিদটি ভেজা এবং জমে থাকা স্থানগুলি ছাড়া বেশিরভাগ পরিস্থিতিতে টিকে থাকতে পারে । পরিমাণমতো জলের প্রয়োজন হয় এই গাছ সুন্দর করে বেড়ে ওঠার জন্য। এটি সূর্যালোক সহনশীল একটি উদ্ভিদ দিনে 6 ঘন্টা বা তার বেশি পরিমাণ সময় সূর্যালোক প্রয়োজন ।
কলেজের বিভিন্ন জায়গা থেকে নেওয়া মোরপঙ্খী উদ্ভিদের ফটো গুলো নিচে দেওয়া হল :
বন্ধুরা, আজ তোমাদের সাথে মোরপঙ্খী উদ্ভিদের কিছু ফটোগ্রাফি এবং এই উদ্ভিদ সম্পর্কে সাধারণ কিছু ইনফরমেশন শেয়ার করলাম । আশা করি তোমাদের ভালো লাগবে । ধৈর্য্য সহকারে আমার ব্লগ দেখার জন্যে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ । সবার জন্য শুভকামনা রইল । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ।
ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F
This tree I often see in different parks or in front of houses or in front of shopping malls. Nice to see you in real life and you have shared some nice photography with us.
Thank you so much brother.
You just shared some awesome photography with us. It was great to see your photographs with me. Has shared with us some mind blowing photography.
Thank you so much for appreciating my photography in such a beautiful way
The peacock plants have done great photography. He also gave many descriptions about the trees. I learned a lot about the works. Thank you so much for sharing between us.
Thanks a lot . Thank you so much for your nice comment.
ফটোগ্রাফি গুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। আমাদের ক্যাম্পাসের মধ্যে এই রকম অনেক রয়েছে।