একটি ছাতার ম্যান্ডেলা আর্ট (Mandela art of an umbrella)
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। এই কমিউনিটিতে এর আগে খুব বেশি একটা আর্ট শেয়ার করেছি তেমনটা নয়। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে আমি মূলত প্রত্যেকটি সপ্তাহেই আর্ট শেয়ার করে আসছি। আর শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি অন্তত একটি করে আর্ট প্রতি সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করার। আর্ট করার কাজটি মূলত আমার শখের কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ। তাই হাজারো ব্যস্ততার মাঝেও একটু অবসর সময় পেলে বসে যাই এই আর্ট করতে। যেহেতু ইদানিং একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে তাই আর্ট করতে বসার আগে ভেবে বসিনি যে কি আর্ট করবো। আর আমি যখন আর্ট করতে বসেছিলাম তখন বাইরে বৃষ্টি হচ্ছিলো। তাই ভাবলাম একটি ছাতা অঙ্কন করলে মন্দ হয় না। তাই আর বেশি কিছু না ভেবে এই ছাতার ম্যান্ডেলা আর্টটি অঙ্কন করে ফেললাম। যাইহোক, আমি এই ছাতার ম্যান্ডেলা আর্টটি কেমন করে অঙ্কন করেছি তার প্রত্যেকটি ধাপ আমি নিচে শেয়ার করেছি। তাহলে আর কথা না বাড়িয়ে চিত্রাংকনের ধাপ গুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা পেপার
●ড্রয়িং কালার পেন্সিল
●পেন্সিল
●কম্পাস
●কালো পেন
প্রথম ধাপ
প্রথম ধাপে একটি অর্ধবৃত্ত অঙ্কন করে নিয়ে তার নিচে একটি রেখা টেনে নিয়ে ছাতার উপরের অংশ তৈরি করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এবার পেন্সিলের সাহায্যে ছাতার নিচে ছাতা ধরার অংশটি তৈরি করে নিলাম এবং ছাতার উপরের অংশে পেন্সিলের সাহায্যে কিছু দাগ টেনে নিলাম।
তৃতীয় ধাপ
এই ধাপে ছাতার উপরের অংশে ও ছাতা ধরার অংশে ড্রয়িং কালার পেন্সিল দিয়ে কালার করে নিলাম।
চতুর্থ ধাপ
এই ধাপে ছাতার ভিতরে অংশে কালো পেনের সাহায্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।
পঞ্চম ধাপ
এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজ সম্পন্ন করলাম।
🖌️Post Description🖌️
Catagory | Art |
---|---|
Device | Samsung Galaxy M31s |
Artist | @ronggin |
Location | Barasat, North 24 Parganas, West Bengal. |
https://x.com/ronggin0/status/1840384811241709954?t=xVqg8yjT2tSA5OL6UdDqyA&s=19
মেন্ডেলা আমার ভীষণ পছন্দ। আপনি খুব চমৎকার করে মেন্ডেলা আর্ট তৈরি করেছেন এবং একটি ছাতা তৈরি করেছেন। খুবই ভালো হয়েছে।
আমার শেয়ার করা এই আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।