মাটিতে পড়ে থাকা পলাশ ফুলের সৌন্দর্য

in Beauty of Creativitylast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। তবে ফুলগুলো গাছে ফুটে রয়েছে এমন অবস্থায় না। ফুলগুলো ফোটার কয়েকদিন পর যখন মাটিতে পড়ে যায় , সেই মাটিতে পড়ে থাকা অবস্থায়ও ফুলের একটা সৌন্দর্য দেখা যায়। সেরকম কয়েকটি ফটোগ্রাফি নিয়ে আজকের ব্লগ।

InShot_20230719_101444146.jpg

InShot_20230719_101629510.jpg

কয়েক মাস আগে ঘাটশিলা ভ্রমণে গিয়ে অনেক কিছুই দেখেছিলাম। আমরা যে সময়টাতে সেখানে গিয়েছিলাম তখন পলাশ ফুল ফোটার সময় ছিল। যেহেতু জায়গাটা পাহাড়ি অঞ্চল ছিল আর পাহাড়ে পলাশের সৌন্দর্য সত্যিই অসাধারণ লাগে। পলাশ ফুল গাছের লাল ফুল দূরের পাহাড়টাকে অন্যরকম করে দেখায়। আমরা ঘাটশিলা ভ্রমণে গিয়ে অনেক পাহাড়ে পলাশ ফুল ফুটতে দেখেছিলাম । প্রথমে সেগুলো আমরা দূর থেকে দেখেছিলাম। তবে কিছু কিছু পলাশ ফুল গাছ যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছিলাম। সেগুলোই আমরা কাছে গিয়ে দেখার সুযোগ পেয়েছিলাম। এত কাছ থেকে পলাশ ফুল দেখতে পাওয়া সত্যিই আমাদের কাছে অবাক করার মত বিষয় ছিল। আমরা একটি অটো করে ঘুরে ঘুরে বেড়িয়েছিলাম এই ঘাট শিলা গিয়ে। চলার পথে এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে ছিলাম যেখানে অনেকগুলো পলাশ ফুলের গাছ ছিল। পলাশ ফুল গাছের নিচে পলাশ ফুল গুলো পড়েছিল সেগুলো দেখতে বেশ অসাধারণ লাগছিল । লাল কার্পেট বিছানো রয়েছে ভূমির উপর এরকমটা মনে হচ্ছিল পলাশ ফুলগুলোকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখে । এরকম সুন্দর দৃশ্য দেখে আমি মাটিতে পড়ে থাকা পলাশ ফুলের কিছু ফটোগ্রাফি করেছিলাম। সেই ফটোগ্রাফি গুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব।

InShot_20230719_101540284.jpg

InShot_20230719_101605418.jpg

InShot_20230719_101417102.jpg

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ঘাটশিলা, ঝাড়খন্ড



আজকে শেয়ার করা মাটিতে পড়ে থাকা পলাশ ফুলের ফটোগ্রাফি গুলো তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 85746.87
ETH 3328.32
USDT 1.00
SBD 2.81