CC2 (City Centre 2) -এর উদ্দেশ্যে বের হওয়া এক সন্ধ্যার গল্প || 25/04/2022 || 10% Beneficial to @BOC

in Beauty of Creativity2 years ago

হ্যালো বন্ধুরা ,

তোমরা সবাই কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক ভালো আছি । নিয়মিত ব্লগিংয়ে সবসময় তোমাদের পাশে পাই সেজন্য আমি অনেক খুশি । চলো বন্ধুরা আজকের ব্লগিং শুরু করা যাক।
কিছুদিন আগে গ্রীষ্মের এক সন্ধ্যায় আমি দাদাদের সাথে কলকাতার ফেমাস জায়গা সিটি সেন্টার টু শপিংমলে ঘুরতে গেছিলাম । সেই সন্ধ্যায় ঘুরতে গিয়ে আমরা কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি শপিং করলাম , সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব।

আমরা যেদিন সিটি সেন্টার টু -তে যাই সেদিন আসলে আমার যাওয়ার প্ল্যান ছিলো না । আমার এবং ছোট দাদার প্লান ছিল মুভি দেখতে যাওয়ার কিন্তু মেজো দাদা ও মেজ বৌদি অনেকদিন ধরে শপিং করার কথা ভাবছিল উনাদের ছেলে টিনটিন বাবুর জন্য । সেইজন্য আমি এবং ছোট দাদা মুভি দেখার প্ল্যানটা সেই দিনের মত বাদ দিয়ে দিই । আমি ,ছোট দাদা , মেজ দাদা, মেজ বৌদি এবং টিনটিন বাবু সবাই মিলে কলকাতার ফেমাস এই জায়গায় শপিং করার জন্য বের হয়ে পড়ি । আমরা মোটামুটি ভাবে একটু বিকালের পরেই রওনা করি ।আমরা দাদাদের গাড়িতে করেই যাই। আমাদের সেখানে পৌছতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লেগেছিল। সেদিন গিয়ে দেখি শপিং মলের লোকে লোকারণ্য হয়ে গেছে । প্রচন্ড ভিড় ছিল কিন্তু সেদিনের পরিবেশটা বেশ ভালই ছিল । শপিং মহলের চারপাশে মানুষ বসে আড্ডা দিচ্ছিল। সেখানে আড্ডা দেওয়ার জন্য সুন্দর জায়গা রয়েছে । কলকাতার মানুষ শপিং এর পাশাপাশি অবসর সময় কাটানোর জন্য এই জায়গাতেই চলে আসে।

20220410_185156.jpg
প্রথমে আমরা ঢুকেই kid zone যাই । সেইখান থেকে টিনটিন বাবুর জন্য অনেকগুলো পুতুল, পাঞ্জাবি , জুতো ,পড়ার কয়েকটি বই ,রং -পেন্সিল ইত্যাদি অনেক কিছু কেনা হয় ।
সেইখান থেকে শপিং শেষে আমরা CC2 শপিংমলের চারপাশে,প্রত্যেকটা ফ্লোরে ঘুরে দেখি । আমরা নানা ধরনের দোকান সেখানে দেখতে পাই । দামি দামি ব্র্যান্ডের জামাকাপড়, দামি দামি শোপিস,দামি দামি খাবারের দোকান থেকে শুরু করে মানুষের প্রয়োজনের যত জিনিস হতে পারে সবকিছুই ছিল সেখানে । এটি কলকাতার একটা বড় শপিং মল এর মধ্যে পড়ে তাই বলার অপেক্ষা রাখে না এমন কোন জিনিস নেই যা সেখানে পাওয়া যায় না । সবকিছু একটু ঘুরে দেখার পর টপ ফ্লোরে গিয়ে অনেকটা সময় বসে কাটাই । সেখানে বসার জন্য সুন্দর জায়গা ছিল।

টপ ফ্লোরে যাওয়ার পর সেখানে একটা ওপেন স্পেস ছিল এবং খুব সুন্দর হওয়া দিচ্ছিল । সেই জায়গার জোরে জোরে বয়ে যাওয়া হাওয়া মনটা জুড়িয়ে দিয়েছিল । এজন্য সেখানে অনেকটা সময় আমরা কাটাই । আড্ডা গল্প সবাই মিলে করি।
অনেকটা সময় কাটানোর পর আমাদের সবারই কম বেশি খিদে পেয়ে যায়। তখন আমরা খাবার খাওয়ার উদ্দেশ্যে cc2 এর একটা রেস্টুরেন্টে যাই সেখানে প্রচন্ড ভিড় থাকার কারণে আমরা সেখানে খাবার খেতে পারিনা । খাবার খেতে না পেরে আমরা তখন বাড়ির উদ্দেশ্যে রওনা করি এবং আমাদের বাড়ির পাশের শপিংমল "ষ্টার মলে" গিয়ে খাওয়ার সিদ্ধান্ত নেই ।
20220410_184155.jpg

20220410_184255.jpg

20220410_185336.jpg

20220410_184230.jpg

20220410_184202.jpg

20220410_184208.jpg

20220410_184629.jpg

20220410_191032.jpg

20220410_193546.jpg

20220410_194850.jpg

বাড়ি ফেরার পথে আমাদেরকে কলকাতার ট্রাফিকের ঝামেলার সম্মুখীন হতে হয় । আমাদের যাওয়ার সময় 40 মিনিট লাগলো ফেরার সময় আমাদের মোটামুটি দেড় ঘন্টা সময় লেগে যায় । star mall এ আসতে আসতে আমাদের সাড়ে ন'টা বেজে যায়।

20220410_194830.jpg

20220410_204709.jpg

20220410_204753.jpg

20220410_210724.jpg

20220410_211409.jpg

স্টার মলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছিল । সেখানে এসে চিকেন তান্দুরি ,চিকেন টিক্কা কাবাব ,ভেজ বিরিয়ানি, ফুলকো লুচি , ভুনা ডাল এইসব অর্ডার করা হয় । খাবারগুলো ট্রিট দাদাদের পক্ষ থেকে থাকে ।সেখানে আমরা শান্তিতে খেয়ে সাড়ে দশটার পরে বাড়ি ফিরে আসি।

20220410_211430.jpg

20220410_211434.jpg
বন্ধুরা, আজকে শেয়ার করা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও । আশা করি ,তোমাদের আজকের শপিংমলে ঘোরাঘুরির ব্লগ ভালো লাগবে। এত সময় ধরে পাশে থাকার জন্য আমি কৃতজ্ঞ তোমাদের সবার উপর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো ,হাসিখুশি থাকো, নিজের পরিবার নিয়ে ভালো থাকো । সবার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F

Sort:  
 2 years ago 

খুবই ভালো লাগলো এত সুন্দর কিছু মুহূর্তের ফটো দেখে। খাবার গুলো দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনার সব ব্লগ গুলো খুব সুন্দর হয়। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

Thanks a lot brother for your valuable comment.

 2 years ago 

Thank you for entertaining us all with your photography, friends.

 2 years ago 

You are welcome brother.

 2 years ago 

Thank you brother for sharing your city and your area in so many beautiful ways you have photographed

 2 years ago 

Thank you very much brother.

 2 years ago 

You had a wonderful evening. The food tastes very good. Good luck to you.

 2 years ago 

Thank u so much.

 2 years ago 

Have a nice day with your beloved family

 2 years ago 

Thanks a lot brother.

হুম, আমিও ছিলুম সেদিন ।

 2 years ago 

হ্যাঁ ,দাদা খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি আমরা সেদিন। এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের উপহার দেয়ার জন্য আমরা তোমার উপর কৃতজ্ঞ।

 2 years ago 

আজকের পোস্টটি একটু আলাদা ছিল। তুমি এত ভালো লেখো যে বলে বোঝাতে পারব না। লেখা গুলো খুব সুন্দর হয়েছে। উপস্থাপনা 10 out of 10 । খাবার গুলো দেখে ক্ষুদা লেগে গেল। তোমার জন্য শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61040.35
ETH 2922.73
USDT 1.00
SBD 2.31