সাদা কালো একটি ম্যান্ডেলা আর্ট [ ২৮ আগস্ট ২০২৪] ● ● [বিউটি অফ ক্রিয়েটিভিটি]
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করব। এটি একটি ম্যান্ডেলা আর্ট। আসলে অনেক আগে আমাদের এই কমিউনিটিতে আমি আর্ট শেয়ার করতাম। তবে অনেকদিন হয়ে গেছে কোন আর্ট শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আর্ট করার কাজটি আমার শখের একটি কাজ। আমি বিভিন্ন ধরনের আর্ট করে থাকি। এখন থেকে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের আর্ট আমি তোমাদের সাথে শেয়ার করে যাব। যাইহোক, আজকে তোমাদের সাথে একটি সাদা কালো ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। আর্ট তৈরির ধাপ আমি নিচে শেয়ার করেছি। আশা করি আর্টটি তোমাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
●সাদা পেপার
●কম্পাস
●কালো পেন
প্রথম ধাপ
প্রথম ধাপে পেন ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এবার প্রথম ধাপে এঁকে নেওয়া বৃত্তের ভিতরে আরও পাঁচটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপ
এই ধাপে প্রথম চারটি বৃত্তের মধ্যে কালো পেনের সাহায্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন অঙ্কন করে নিলাম।
চতুর্থ ধাপ
এবার সর্বশেষ দুটি বৃত্তেও কিছু চিত্র অঙ্কন করে নিলাম কালো পেনের সাহায্যে।
পঞ্চম ধাপ
এবার সবশেষে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজ সম্পন্ন করলাম।
🖌️পোস্ট বিবরণ🖌️
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
চিত্রকর | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
https://x.com/ronggin0/status/1828997060844237072?t=goaEz0QA6RKKSUofwZ7jqQ&s=19
Awesome bro really appreciate your skills. I am really impressed by your flower art.
Thank you so much for your comment brother.