রক্তগাঁদা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি ।

in Beauty of Creativity9 months ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও মোটামুটি ঠিক আছি।

বন্ধুরা, এই শীতে তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি অলরেডি শেয়ার করেছি। তবে ফুলের কুঁড়ির ফটোগ্রাফি এখনো পর্যন্ত শেয়ার করিনি। আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ফুলের কুঁড়ির ফটোগ্রাফি শেয়ার করব। এগুলো রক্তগাঁদা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি। বাংলাদেশ ভ্রমণে গিয়ে অনেক অনেক ফটোগ্রাফি করার সুযোগ হয়েছিল আমার। সেই সম্পর্কে অলরেডি তোমাদের আমি বলেছি। বাংলাদেশ ভ্রমণের সময় যখন আমি খুলনা শহরে ছিলাম, সেখানে গিয়ে আমি একটা ফ্ল্যাটে ছিলাম। আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের ফ্ল্যাট ছিল এটি। তাদের ফ্ল্যাটের ছাদে বিভিন্ন ধরনের ফুলের গাছ আমি দেখতে পেয়েছিলাম গিয়ে। এখনকার সময় বাড়ির সামনে জায়গা না থাকায় শহরের লোকজন ছাদে বেশ ফুলের গাছ লাগায়। এগুলো ছাদে লাগালে দেখতে বেশ ভালোই লাগে। সেখানে গিয়ে অনেক প্রকার ফুলের গাছ এবং কিছু ফলের গাছও দেখেছিলাম। সেখানে গিয়ে সব থেকে আমার ভালো লেগেছিল ফুলের গাছগুলো। এই ফুল গাছগুলোর মধ্যে রক্তগাঁদা ফুলের গাছও ছিল। সেখানে রক্তগাঁদা ফুলও ফুটেছিল। তবে রক্তগাঁদার কুঁড়ি ছিল অনেক। যেগুলোর আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম। কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তবে তার সময় আর হয়নি। তাই আজকের ব্লগে তা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি, এগুলো তোমাদের কাছে ভালো লাগবে।

InShot_20240126_224305821.jpg

InShot_20240126_224339078.jpg

InShot_20240126_224324820.jpg

InShot_20240126_224228675.jpg

InShot_20240126_224211391.jpg


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: খুলনা, বাংলাদেশ।





বন্ধুরা, রক্তগাঁদা ফুলের কুঁড়ির ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66445.86
ETH 2588.21
USDT 1.00
SBD 2.68